ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

অনলাইন

মুখোমুখি বিএনপি-জামায়াত

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ২ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

mzamin

৫ই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থান রাজনীতিকে জটিল করে দিয়েছে। নতুন বাংলাদেশে ‘ভারত কার্ড’ ক্রমেই মুখ্য হয়ে উঠছে। আশ্চর্যজনক হলেও এটাই বাস্তবতা। ভারতবিরোধী কার্ডের নয়া নয়া দাবিদার দৃশ্যপটে। পুরনোরা বরং ভোল পাল্টানোর চেষ্টায়। দিল্লির আশ্রয়ে থাকা পলাতক সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চরম বিপাকে। গুম-খুনের বিচার অগ্রাহ্য করতে পারছেন না তিনি ও তার দল। পালিয়ে যাওয়ার কারণে দলে তার নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে। সব মিলিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না বা নিতে পারছে না। যদিও প্রবীণ এই দলটির নিজস্ব ভোটব্যাংক রয়েছে। ভোটের খেলায় তারা ওয়াকওভার পেলে বা দিলে হিসাব হবে এক। আর ডামি, স্বতন্ত্র বা কোনো ফর্মে প্রার্থী (হোক কলাগাছ) দাঁড় করিয়ে রাখতে পারলে পরিস্থিতি হবে ভিন্ন। মোট কথা, ভোট তথা জনরায়। যেকোনো মূল্যে এটি নিজের পক্ষে নেয়া চাই।

ভোট পেলে জয়, না পেলে ক্ষয়। সেটি বিবেচনায় জাতীয়তাবাদী শক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি এবং ইসলামপন্থি মডারেট ফোর্স জামায়াত এখন মুখোমুখি। দেড়যুগ আগে একসঙ্গে সরকারে ছিল দল দু'টি। কিন্তু এবার তারা আলাদা। উভয়ে নিজেকে নেতৃত্বের আসনে রেখে ভোটের জোটে নতুন বন্ধু খুঁজছে। জোটের রাজনীতিতে স্বতন্ত্র বলয় তৈরির চেষ্টায় দু'দলই মরিয়া। তাদের আজকের দ্বান্দ্বিক অবস্থান এবং ক্ষমতার রাজনীতি নিয়ে এবারের মন্তব্য প্রতিবেদন। লিখেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান

বিস্তারিত ‘জনতার চোখ’-এ।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status