খেলা
রেকর্ডগড়া জয়ে ভারতের লিড
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ৩ আগস্ট ২০২২, বুধবার, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪৩ অপরাহ্ন

জমে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার টি-টোয়েন্টির লড়াই। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি জিতে শুভ সূচনা করে ভারত। দ্বিতীয় দেখায় সমতা টানে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচে ফের লিড নিয়েছে রোহিত শর্মার দল। মঙ্গলবার সেন্ট কিটস এ- নেভিসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে রেকর্ড গড়ে ৭ উইকেটের জয় পায় ভারত।
শুরুতে ব্যাট করে ৫ উইকেটে ১৬৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। সূর্যকুমার যাদবের ঝড়ো ইনিংসে ১ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত। ওয়ার্নার পার্কে টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে দেড়শর বেশি রান তাড়া করে জয় পেলো ভারতীয়রা। আগের রেকর্ডটি ছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের। ২০১৭ সালে আফগানিস্তানের ১৪৬ রান তারা পেরিয়ে গিয়েছিল ৭ উইকেট হাতে রেখে।
লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ৫ বলে ১১ রান করা রোহিত শর্মা চোট পেয়ে মাঠ ছাড়েন। ধাক্কা সামলে শ্রেয়াস আইয়ারের সঙ্গে ৮৬ রানের জুটি গড়েন সূর্যকুমার যাদব। আইয়ার ২৭ বলে ২৪ রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর ঋষভ পন্তের সঙ্গে ৩০ রানের পার্টনারশিপ গড়েন যাদব। ৪৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৬ রান করে আউট হন ম্যাচসেরা এই ব্যাটার। ঋষভ পন্ত ২৬ বলে ৩৩ রান করে জয় নিয়েই মাঠ ছাড়েন। দ্বীপক হুদা ১০ রানে অপরাজিত ছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একটি করে উইকেট পান ডমিনিক ড্রেইকস, জেসন হোল্ডার ও আকিল হোসেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে কাইল মায়ার্সের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে ১৬৫ রানের টার্গেট ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। ৫০ বলের ইনিংসটি ৮ চার ও ৪ ছক্কায় সাজান মায়ার্স। এছাড়া ব্র্যান্ডন কিং ২০ বলে ২০, অধিনায়ক নিকোলাস পুরান ২৩ বলে ২২, রভমন পাওয়েল ১৪ বলে ২৩ ও শিমরন হেটমায়ার ১২ বলে ২০ রান করেন।
ভারতের ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন।