অনলাইন
সেনাসদরে কেএম সফিউল্লাহ’র জানাজা, শেষ শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ৯:৩৩ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহকে ঢাকা সেনানিবাসে শেষ বিদায় জানিয়েছেন রণাঙ্গনের সহকর্মী এবং বর্তমানের সেনা সদস্যরা। রোববার আর্মি কেন্দ্রীয় মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। পরে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় সফিউল্লাহকে। আর্মি কেন্দ্রীয় মসজিদে তার জানাজায় অংশ নেন অন্তর্র্বতীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন জানাজায় অংশ নেন। রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মুক্তিযুদ্ধে এস ফোর্সের প্রধান সফিউল্লাহ ইন্তেকাল করেন। জোহরের নামাজের পর তার স্থায়ী নিবাসের এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজী আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়।