অনলাইন
রাজধানীর কয়েকটি সড়কে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি মোড় ও মিরপুর সড়কের টেকনিক্যাল মোড় অবরোধ করেছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যার পর থেকে তারা এসব সড়ক অবরোধ করে। এতে তীব্র যানজট তৈরি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন মানুষ। এর আগে সাত কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মামুন আহমেদের দপ্তরে গিয়ে হট্টগোল করে। তারা তাদের পাঁচ দফা দাবি আদায়ে কেন বিলম্ব হচ্ছে সেটি জানতে চান।
পুলিশ জানিয়েছে, ঢাকা কলেজের ছাত্ররা সায়েন্স ল্যাবরেটরি মোড় আটকে রেখেছে। একই কলেজের আরেকটি অংশ অবস্থান নিয়েছে শাহবাগ মোড়ে। এছাড়া বাংলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় অবরোধ করেন। সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ‘ফোকাল পার্সন’ ও ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, সাত কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার প্রস্তুতি চলছে। এ বিষয়ে কিছু দাবি জানাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মামুন আহমেদের কাছে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের অপমান করেছেন। এর প্রতিবাদে আমরা সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোড অবরোধ করেছি।
এ বিষয়ে প্রো-ভিসি প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, তারা যে দাবিগুলো করছে এ দাবি সংবলিত স্মারকলিপি তারা এ মাসের শুরুতে ভিসি স্যারের কাছে জমা দেয়। সবশেষ তথ্যমতে, একটি কমিটি ইউজিসির আন্ডারে গঠিত হয়েছে তাদের দাবিকৃত বিষয়টি সমাধানের জন্য। আজকে আবার অর্ধশতাধিক ছাত্রছাত্রী এসে পড়ে। আমি বলি যেকোনো দু’জন আসো। কিন্তু তারা ৪০-৫০ জন একসঙ্গে ঢুকে পড়ে ব্যাপক হট্টগোল সৃষ্টি করে। বিষয়টি আমাদের হাতে নেই, এ কথা তাদেরকে আমি বলি এবং তাদেরকে শান্ত করার চেষ্টা করি। এভাবে তারা বেশ কিছুক্ষণ উত্তেজনা সৃষ্টি করে চলে যায়। তারপরও আমি ব্যক্তিগতভাবে যা যা করা যায় সব করবো বলে প্রতিশ্রুতি দিয়েছি। এরপর তাদেরকে অপমান করা হয়েছে বলে তারা অভিযোগ তোলে এবং বিভিন্ন সড়ক অবরোধ করে। তাদের দাবিগুলোর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউজিসি ও সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।