খেলা
পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন
স্পোর্টস ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ২:৩২ অপরাহ্ন

ভারতের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রবিচন্দ্রন অশ্বিন। ১৪ বছরের ক্যারিয়ার শেষে এবার ভারত সরকারের বেসামরিক নাগরিক সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন তিনি। প্রথা মেনে ভারতের প্রজাতন্ত্র দিবসের আগের দিন শনিবার ঘোষিত হয় এ বছরের পুরস্কার প্রাপকদের নাম।
এবার মোট ১৩৯ জন ভূষিত হচ্ছে পদ্ম পুরস্কারে। শিক্ষা, সাহিত্য, বাণিজ্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা, শিল্পকলা ও সরকারী ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতিবছর বেসামরিক নাগরিকদের এ সম্মাননা দেয় ভারত সরকার। পদ্মশ্রী দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। এর আগেও বেশ কয়েকজন ক্রিকেটার এই পুরস্কার পান। ক্রিকেট থেকে এর আগে সবশেষ ২০২৩ -এ পদ্মশ্রী পান গুরুচরণ সিংহ। তার আগে ২০২০ -এ এই পুরস্কার পান বাঁহাতি পেসার জহির খান। ২০১৯ এবং ২০১৭তে পদ্মশ্রী পান দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর ও তারকা বিরাট কোহলি। সুনীল গাভাস্কার, কপিল দেব, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনি এবং যুবরাজ সিংদের মতো কিংবদন্তীরাও এই সম্মাননা পেয়েছেন। এর মধ্যে ১৯৯৯ -এ পদ্মশ্রীর পর ২০০৮ -এ দ্বিতীয় সর্বোচ্চ পদ্মবিভূষণ পুরস্কার পান শচীন। তার একবছর পর পদ্মশ্রী পাওয়া ধোনি ২০১৮তে পান তৃতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণ। এ বছর ক্রীড়াবিদদের মধ্যে থেকে অশ্বিনের পর সঙ্গে পদ্মশ্রী পাচ্ছেন ভারতের সাবেক ফুটবলার আইএম বিজয়ান ও প্রথম প্যারালিম্পিকে স্বর্ণজয়ী আর্চার হারভিন্দর সিংহ। এছাড়াও পদ্মভূষণ পাচ্ছেন ভারত হকি দলের সাবেক অধিনায়ক পি আর শ্রীজিশ। চলতি বছরের মার্চ-এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু এক অনুষ্ঠান আয়োজন করে এই সম্মাননা তুলে দেবেন সবার হাতে।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ১০৬ টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭ উইকেট নেন অশ্বিন। ওয়ানডে ক্রিকেটে বল হাত নিয়েছেন ১৫৬ উইকেট এবং টি-টোয়েন্টির ঝুলিতে আছে ৭২ উইকেট।