ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক

(৫ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ১১:১৯ পূর্বাহ্ন

mzamin

রিয়াল ভায়াদোলিদের জালে তৃতীয় গোলটি করার পর ক্রিস্টিয়ানো রোনালদোর সুপরিচিত উদযাপনটি করলেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকা মাটির দিকে আঙুল তাক করে যেনো বলতে চাইলেন, ‘আমি আছি!’ স্প্যানিশ লা লিগায় শনিবার তার হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ।
জোসে জোরিয়া স্টেডিয়ামে ভায়াদোলিদের গোলের দিকে এদিন ২০টি শট নেয় রিয়াল। তবে লক্ষ্যে ছিল কেবল ৪টি। স্বাগতিকরা ৬টি শটের মধ্যে ২টি লক্ষ্যে রাখতে পারে। নিষেধাজ্ঞার কারণে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র মাঠের বাইরে ছিলেন। তাতে অস্বস্তিতে পড়তে হয়নি সফরকারীদের। এতদিন হ্যাটট্রিকের খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে প্রতিবার। 

এবার আর অতৃপ্তিটা রাখলেন না এমবাপ্পে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই কর্নার থেকে গোলের আক্রমণ চালায় স্বাগতিকরা। সে যাত্রায় বাঁচিয়ে দেন গোলকিপার থিবো কর্তোয়া। এরপর আরও বেশ কয়েকটি আক্রমণে রিয়াল ডিফেন্ডারদের চিন্তায় ফেলে দেয় ভায়াদোলিদ। তবে এরপর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সফরকারীদের। ম্যাচের ৩০তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের সঙ্গে পাস খেলে বক্সের ভেতরে ঢুকে চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন এমবাপ্পে।

বিরতি থেকে ফিরে ৫৬ মিনিটে এবার রদ্রিগোর পাস থেকে অনেকটা একইভাবে বল জালে জড়ান এমবাপ্পে। কিছুক্ষণ পর রিয়াল ফরোয়ার্ডের আরেকটি বাঁ পায়ের শট প্রতিপক্ষের জাল ঘেঁষে বের হয়ে যায়। ম্যাচের ৮০তম মিনিটে দৃষ্টিনন্দন কাউন্টার অ্যাটাক দেখা যায় ভায়াদোলিদ খেলোয়াড়দের থেকে। তবে মাঠের বাঁ প্রান্ত থেকে সেনেগালিজ ফরোয়ার্ড মামাদৌ সিলার ক্রস অনেক উঁচু দিয়ে চলে যায়। মিনিট পাঁচেক পর লুকা মদ্রিচের শটও গোলবারের পাশ দিয়ে চলে যায়। ৮৯ মিনিটে বেলিংহামকে বক্সের ভেতর ফেলে দেন স্প্যানিশ মিডফিল্ডার মারিও মার্টিন। ভিএআর সিদ্ধান্তে পেনাল্টি পেয়ে যায় রিয়াল। দ্বিতীয় হলুদের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্টিন। 

স্পটকিক থেকে সহজ গোলে অল হোয়াইটদের জার্সিতে প্রথম হ্যাটট্রিকটি তুলে নেন এমবাপ্পে। ৩-০ গোলের সহজ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা শক্ত হয় স্প্যানিশ জায়ান্টদের। ২১ ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ২ হারে ৪৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে লস ব্লাঙ্কোসরা। একই রাতে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। সমপরিমাণ ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status