ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না

চাঁদপুর, লক্ষ্মীপুর ও রামগঞ্জ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৫, রবিবারmzamin

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থি তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশবিরোধী আওয়ামী লীগের ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। গতকাল চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র-জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। মাহফুজ আলম বলেন, বিএনপি-জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন আছে, শ্রমিক, নারী, আলেম-ওলামা আছেন সবাই যারা বাংলাদেশপন্থি সবাই বাংলাদেশে থাকবেন এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজেটিভ একটি কম্পিটিশনের  ভেতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের জনগণকে নিয়েই বৈষম্যহীন ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন। তিনি বলেন, আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, গুম-খুন, ধর্ষণের বিচার করা, সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থি সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে উপহার দেয়া-যেটি গত ১৬ বছরে সম্ভব হয়নি। এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, হাজীগঞ্জ থানার ওসি মহীউদ্দীন ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, চাঁদপুর নাগরিক কমিটির নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতা।

বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে মাহফুজ আলম বলেন, বাংলাদেশে সেনা শাসন আসার কোন প্রেক্ষিত নেই। আমরা কোনো রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা ছাত্র-জনতার রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের কারো তাঁবেদারি করার দরকার নেই। হাসিনার তাঁবেদারি করার যে প্রক্রিয়া সেটিকে নস্যাৎ করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি। আমরা কারো কাছে আর মাথানত করবো না। তিনি বলেন, আমরা ৩রা আগস্টেই বলেছিলাম- ওয়ান-ইলেভেন চাই না। ওয়ান-ইলেভেন নিয়ে মিথ্যে ভয় পাওয়ার কিছু নেই। আমরা রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশপন্থার মধ্য দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি, ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য। সংস্কার কার্যক্রম শেষে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবো। রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। মাহফুজ আলম আরো বলেন, আওয়ামী লীগ আবারো যদি দিল্লির কোলে আশ্রয় নিয়ে আমাদের দিকে চোখ রাঙাতে চায়, আমরা বসে থাকবো না। শহীদদের পথ অনুসরণ করে আমরা শাহাদাতের পথ বেছে নেবো। আমরা আবার লড়াই করবো। আমরা শুধুমাত্র আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা উৎখাত করে সন্তুষ্ট নই। বরং আওয়ামী লীগ ফ্যাসিজমের যত বৈশিষ্ট্য বিভিন্ন প্রান্তে, প্রশাসনে, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে রয়ে গেছে, তাদেরকেও আমরা বিচারের আওতায় আনবো। তাদেরকে বিচারের আওতায় এনে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবো। তিনি বলেন, অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছেন। খুব শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কার না করলেই নয়, নির্বাচনের পূর্বে সে সকল সংস্কার করতে চাই। এই সংস্কারগুলো মুখের বুলি নয়।

 শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেয়ার কারণে আমাদের মা বোনেরা গুম-খুন ধর্ষণের শিকার হয়েছেন, বাচ্চারা গুমের শিকার হয়েছে, বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা আক্রমণের শিকার হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন, জেল খেটেছেন, যে প্রতিষ্ঠানগুলো হাসিনাকে টিকিয়ে রেখেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না। নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার ওই প্রতিষ্ঠান ও দালালরা আছে, তাদেরকে উৎখাত করে এবং খুনিদের বিচার করে আমাদের নির্বাচনের দিকে এগুতে হবে। সংবর্ধনা শেষে উন্নয়ন কার্যক্রম নিয়ে উপজেলা হলরুমে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন উপদেষ্টা। রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলমের পিতা মো. আজিজুর রহমান বাচ্চু মোল্লা, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. নাজমুল হাসান পাটোয়ারী, সাবেক আমীর মাস্টার আবুল হোসাইন, রামগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সহ-সভাপতি মো. জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা সভাপতি ডা. রফিকুল ইসলাম, হেফাজতে ইসলাম উপজেলা সভাপতি মাওলানা হাফেজ হারুনুর রশিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এরপূর্বে তিনি জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত এবং আহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন।  

পাঠকের মতামত

আওয়ামী লীগের আর কোন দিন আসবে না বাংলাদেশের মাটিতে ।

Rubayet
২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ৮:৫৭ অপরাহ্ন

Tamasha will be started

Md. Manjur Husain
২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ১১:১৬ পূর্বাহ্ন

ছাত্রনেতা ও অন্তর্বর্তী সরকারের স্বৈরাচার বিরোধী কাজকে মিডিয়ার পরিপূর্ণ সহযোগিতা করা উচিত। সরকারের ভিতর আওয়ামী স্বৈরাচারী সুবিধাবাদী ও বর্তমান সরকারের ভিতর জনবিচ্ছিন্ন কাজ বাস্তবায়নে চেস্টাকারীদেরকে জনগণের সামনে নিয়ে আসা মিডিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব। আশা করবো মিডিয়া বাংলাদেশের স্বার্থ নিয়ে কাজ করবে। ইন্ডিয়া, পাকিস্তান, মায়ানমার, আমেরিকা কারও স্বার্থে যেন কাজ না করে।

Md Shafiuzzaman
২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ১০:২০ পূর্বাহ্ন

Well said. Thanks a lot.

md shamsul hoque
২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ৯:৪৯ পূর্বাহ্ন

Right

Arifur Rahman
২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ৯:০৮ পূর্বাহ্ন

এই দিন দিন না আরো দিন আছে ।

Islam
২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ৭:৩৮ পূর্বাহ্ন

Correct and Clear

জনতার আদালত
২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ১:৪৩ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status