অনলাইন
বিজিএমইএর সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন
অর্থনৈতিক রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৫:১১ অপরাহ্ন
তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিজিএমইএর জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একইদিন বাদ মাগরিব কুমিল্লার মিয়ার বাজারে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শিল্প উদ্যোক্তা মোস্তফা গোলাম কুদ্দুস ড্রাগন সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক, রুপালী ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান, সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পাঠকের মতামত
ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহী ra