ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

প্যারিসে পিনাকী ভট্টাচার্যের ফুলকুমারীর বুক লঞ্চিং

আব্দুল মোমিত (রোমেল), ফ্রান্স থেকে

(৩ সপ্তাহ আগে) ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৯:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

mzamin

প্যারিসের লো পারশঁ হোটেলের বলরুমে  লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ফুলকুমারীর বুক লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হয়। 

ফুলকুমারী বই পিনাকী ভট্টাচার্যের শরণার্থী জীবনের উপর ভিত্তি করে রচিত। যেখানে লেখক কোভিড মহামারির কঠিন সময়ে নির্বাসিত জীবন এবং একটি ইঁদুরের সঙ্গে কথোপকথনের মাধ্যমে উপন্যাসটির পট তৈরি করেছেন।

বইটি ইতিমধ্যে অনলাইন মার্কেট প্লেস অ্যামাজনে দক্ষিণ এশীয় ক্যাটাগরিতে বেস্ট সেলারে জায়গা করে নিয়েছে। বইটি প্রকাশ করেছে প্যারিসভিত্তিক প্রকাশনা সংস্থা পিক্ট বুকস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারিস ইনস্টিউট ফর ক্রিটিক্যাল থিংকিং (পিক্ট) এর এক্সিকিউটিভ ডিরেক্টর এভ্রিম সালিম সাইয়ের এবং পিক্ট-এর এডিটর এট লার্জ ডেভিড সালিম সাইয়ের।

অনুষ্ঠানটি বাংলা এবং ইংরেজি দুই সেশনে পরিচালিত হয়। বাংলা সেশনের সঞ্চালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক মাহবুব হোসাইন এবং ইংরেজি সেশনের সঞ্চালনা করেন তরুণ অ্যাক্টিভিস্ট মানুচেহের শাফি।

প্রকাশন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাক্টিভিস্ট মুহাম্মদ আলী চৌধুরী।  

ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তিরা ছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, কবি, সাহিত্যিক এবং মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

এভ্রিম সাইয়ের বলেন, ‘পিনাকী ভট্টাচার্য আমাদের গবেষণা সংস্থায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। ফুলকুমারী প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। ইতিমধ্যে এটি বেস্ট সেলার হয়েছে। আমরা ভবিষ্যতে পিনাকীর সাথে  আরও কাজ করতে চাই।’

বইটির এডিটর ডেভিড সালিম সাইয়ের বলেন, ‘আমি এক বছর ধরে বইটি নিয়ে পিনাকীর সাথে কাজ করেছি। এটির শুরু থেকে প্রকাশ পর্যন্ত নানা ছন্দে বিভক্ত ছিল। বিশেষ করে বাংলাদেশের গণঅভ্যুত্থান ও এটিকে কেন্দ্র করে সংগঠিত ঘটনা বইটিকে কেন্দ্র করে পুরো প্রেক্ষাপট পালটে দিয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘ফুলকুমারী শুধুমাত্র উপন্যাস না। এটি মূলত একটি আত্মজীবনীমূলক কথাসাহিত্য। পাঠকেরা এটিকে পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’

বইয়ের লেখক পিনাকী ভট্টাচার্য তার বক্তব্যে বইয়ের একটি অংশ শ্রোতাদের সামনে পড়েন। ওই সময় আলোচনায় তিনি বাংলাদেশের টেকনাফের একরাম হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

ফুলকুমারীতে স্থান পেয়েছে টেকনাফের আলোচিত একরাম হত্যাকাণ্ডের ঘটনাটি।

পিনাকী ভট্টাচার্য বলেন, বাংলাদেশি লেখকদের বৈশ্বিক পাঠক মহলকে আকৃষ্ট করতে ইংরেজিসহ অন্যান্য ভাষায় লেখা উচিৎ। এর ফলে বাংলাদেশের সাথে বিশ্বের যোগাযোগ বৃদ্ধি পাবে।

পাঠকদের মধ্যে ফুলকুমারী বইয়ের উপর আলোচনা করেন অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী এবং পিনাকী ভট্টাচার্যের সহধর্মিণী আনজুমান আরা বেগম।

ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ, কমিউনিটি ব্যক্তিত্ব টি এম রেজা, গ্লোবাল সিকিউরিটি কনসালটেন্ট আনিসুর রহমান, ব্যবসায়ী শহিদুল ইসলাম, সাংবাদিক কামরুজ্জামান, নারী নেত্রী শামীমা আক্তার রুবী, সাবেক সেনা কর্মকর্তা মীর জাহান, ব্যাংকার ইফতেশাম চৌধুরী, কবি বদিউজ্জামান জামান, লেখক খান আনোয়ার হোসেন, বিসিএফ প্রতিনিধি মোসাদ্দেক সাইফুল, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক মোমিন আনসারী, তরুণ এক্টিভিস্ট ওয়াদুদ তানভীর, শাহজাহান আহমেদসহ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এবং ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন (এফবিজেএ)-এর প্রতিনিধিরা।

পাঠকের মতামত

পড়ে খুব ভাল লাগলো।

ইকবাল
২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ১২:০২ পূর্বাহ্ন

পিনাকী দাদা, বাংলাদেশের গর্বে, উনার ফুলকুমারি আমাদেরকে গর্বিত করছে। আল্লাহ্ আপনাকে নেক হায়াত দান করুক। মোস্তফা।

এ,কে,এম, গোলাম মোস্ত
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১:৩৯ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

ফারুক খানের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস/ শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না

ছাত্রদের নতুন দল / সদস্য সচিব পদ নিয়ে টানাপোড়েন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status