ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

কিংস অ্যারেনার নিরাপত্তা জোরদার করবে বসুন্ধরা-ফর্টিস

স্পোর্টস রিপোর্টার
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
mzamin

এবারের প্রিমিয়ার লীগে কিংস অ্যারেনাকে হোম ভেন্যু বানিয়েছে বসুন্ধরা কিংস এবং ফর্টিস এফসি। এই ভেন্যুতে গত ১৮ই জানুয়ারি প্রিমিয়ার লীগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। এরমধ্যে তৃতীয় পক্ষের উস্কানিতে মাঠের বাইরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটায় দর্শকরা। আগামীতে এই বিষয়ে দুই পক্ষই সচেতনতা বাড়াবে বলে জানিয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনা মাঠের বাইরে যে ঘটনা ঘটেছে তার তদন্ত করেছে দুই দল মিলে। এরপর এক বিজ্ঞপ্তি দিয়ে সেটা জানানো হয়েছে। তদন্তে উঠে এসেছে তৃতীয় পক্ষের উস্কানিতে অনাকাঙ্খিত ঘটনা। বিবৃতিতে বসুন্ধরা কিংস এবং ফর্টিস ক্লাব কর্তৃপক্ষ স্বাক্ষর করেছে।  বিবৃতিতে বলা হয়, ‘গত ১৮ই জানুয়ারী ২০২৫ তারিখ ফর্টিস ফুটবল ক্লাব এবং বসুন্ধরা কিংস এর মধ্যকার বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২৪-২০২৫ এর খেলা শেষ বেশ কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এই মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়। ফর্টিস ফুটবল ক্লাব এবং বসুন্ধরা কিংস একত্রিত ঘটনার পর্যালোচনা করে এবং উপযুক্ত প্রমাণসাপেক্ষে এই সিদ্ধান্তে উপনীত হয় যে, একটি তৃতীয় পক্ষের উস্কানিমূলক আচরণে ঘটনার সূত্রপাত ঘটে। ফর্টিস ফুটবল ক্লাবের প্রেসিডেন্টকে নিয়েও বিগত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয় যার সাথে এই ঘটনার যোগসাজশ পাওয়া যায়।’ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দুই ক্লাবই। এছাড়া আগামীতে মাঠের সুরক্ষা আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ফর্টিস ফুটবল ক্লাব এবং বসুন্ধরা কিংস উভয় ক্লাব একত্রে উক্ত ঘটনাগুলোর তীব্র নিন্দা জানায়। যেহেতু বসুন্ধরা কিংস অ্যারেনা উভয় ক্লাবের হোম ভেন্যু তাই পরবর্তী সব ম্যাচেই দুই ক্লাব নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। দর্শকদের প্রতি ফর্টিস ফুটবল ক্লাব এবং বসুন্ধরা কিংস এর অনুরোধ যেন পরবর্তী সব ম্যাচেই নিরাপত্তারক্ষীদের সকল নির্দেশনা মেনে খেলা উপভোগ করেন এবং যে কোনো প্রকার উস্কানিমূলক আচরণের ফাঁদে পা না দেয়। ’
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status