ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

ফেডারেশন কাপ

কোয়ালিফায়ার্স নিশ্চিত আবাহনী রহমতগঞ্জের

স্পোর্টস রিপোর্টার
২২ জানুয়ারি ২০২৫, বুধবারmzamin

চলতি মৌসুমে দারুণ ফুটবল খেলা আবাহনীকে কাল খুঁজেই পাওয়া যাচ্ছিলো না। ফেডারেশন কাপের গ্রুপ পর্বে দুর্বল ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেও ছন্নছাড়া ফুটবল খেলছিল হৃদয়-ইব্রাহিমরা। তবে প্রথমার্ধের মলিনতা মুছে ৬৫ থেকে ৭১ মিনিটের মধ্যে একের পর এক গোল করলো আবাহনী। ছয় মিনিটের ঝড়ে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে সহজে হারিয়ে গ্রুপ সেরা হওয়ার পথে এগিয়ে গেল দলটি। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গতকাল ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে ফকিরেরপুলকে ৩-০ গোলে হারিয়েছে আবাহনী। স্পট কিকে ইয়াসিন খান এগিয়ে নেয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন হাসান মুরাদ। অন্য গোলটি করেন মাহাদি ইউসুফ। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে একই ব্যবধানে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। গ্রুপ সেরা হওয়ার লড়াইটা তাই জমে থাকলো এই দুই দলের মধ্যেই। ৩ ম্যাচে দুই দলের পয়েন্টই সমান ৯ করে। এদিন কুমিল্লায় প্রথমার্ধে নিজেদের মেলে ধরতে পারেনি আবাহনী। অষ্টম মিনিটে আসাদুল্‌ মোল্লা বল নিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে তালগোল পাকান। গোলমুখ থেকে ত্বরিত শটে ক্লিয়ার করেন ফকিরেরপুলের এক ডিফেন্ডার। ২৪তম মিনিটে ফকিরেরপুল দারুণ সুযোগ পায়। আবাহনীর এক খেলোয়াড়ের ব্যাক পাস থেকে বলের নাগাল প্রায় পেয়ে গিয়েছিলেন আকবির তুরায়েভ। কিন্তু ভারসাম্য হারিয়ে বক্সে পড়ে যান তিনি, দ্রুত ছুটে গিয়ে বল গ্লাভসে জমান গোলরক্ষক মাহফুজুর রহমান প্রিতম। বিরতির পর স্বরূপে ফেরে আবাহনী। ৬৫তম মিনিটে ভাঙে ম্যাচের ডেডলকও। এনামুল গাজী ডান দিক দিয়ে বক্সে ঢুকে এগিয়ে যাওয়ার সময় ফাউলের শিকার হলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। ইয়াসিন স্পট কিকে প্রতিযোগিতার 
রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়নদের এগিয়ে নেন। আবাহনীর ঝড়ের শুরুটাও এখান থেকে। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে চালকের আসনে বসে আবাহনী। বক্সের ভেতরে এনামুল গাজীর পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণ নিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন মুরাদ। ৭১তম মিনিটে তৃতীয় গোলে জয়টা প্রায় নিশ্চিত করে ফেলে আবাহনী। ডান দিক দিয়ে বক্সে ঢুকে জায়গা করে নিয়ে বাঁ পায়ের জোরাল শটে সমর্থকদের আবারো উৎসবের উপলক্ষ এনে দেন মাহাদি ইউসুফ। ওদিকে, কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। ম্যচের ৩২তম মিনিটে এগিয়ে যায় পুরান ঢাকার দলটি। একজনের সঙ্গে ওয়ান টু খেলে বক্সে ঢুকে দু’জনকে কাটিয়ে গোলটি করেন মিশরের মোস্তফা আব্দুল খালেক। ৪১তম মিনিটে জীবনের ফ্রি-কিক চট্টোগ্রাম আবাহনীর গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে ব্যবধান বাড়তে দেননি। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে রহমতগঞ্জ। রায়হানের লম্বা থ্রো ইন থেকে জীবনের শট একজন ক্লিয়ার 
করেছিলেন। তবে স্যামুয়েল বোয়েটেং বক্সের ভেতরে বল পেয়েই জোরালো শটে কাঁপিয়ে দেন জাল। ৭২ মিনিটে রহমতগঞ্জ আরও একটি গোলের দেখা পায়। মাহমুদুল কিরণের কাটব্যাক থেকে ফাহিম নূর তোহা প্লেসিং শটে বল জালে পৌঁছে দেন। এ জয়ে সমান ৯ পয়েন্ট করে নিয়ে ‘বি’ গ্রুপ থেকে ফেডারেশন কাপের কোয়ালিফায়ার্স নিশ্চিত করেছে আবাহনী ও রহমতগঞ্জ। আগামী ৪ঠা ফেব্রুয়ারি নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা; গ্রুপ সেরার ফয়সালাও হবে ওই ম্যাচে।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status