ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

কবে ফিরবেন সৌম্য জানা যাবে আজ

স্পোর্টস রিপোর্টার
২২ জানুয়ারি ২০২৫, বুধবার

২০২৪ সালটা ভালো কেটেছে সৌম্য সরকারের। জাতীয় দলে প্রত্যাবর্তনের পর থেকে ভালো ছন্দে ছিলেন এই ওপেনার। তবে বছরের শেষভাগে চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া চোটের কারণে এখন পর্যন্ত চলতি বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি রংপুর রাইডার্সের এই ওপেনারের। তবে ইতিমধ্যে অনুশীলনে ফিরেছেন সৌম্য। গতকাল অনুশীলন শেষে জানান, আজ জানা যাবে কবে মাঠে ফিরবেন। সৌম্য বলেন, ‘ডে বাই ডে ভালোর দিকের যাচ্ছি। এতদিন ব্যাটিং করতে পারছিলাম না এখন ব্যাটিং করতে পারছি। ফিল্ডিংও আস্তে আস্তে করা শুরু করেছি। নির্দিষ্ট করে এখনো কোনো ডেট দেয় নাই ডাক্তার আমাকে। আজকেও ব্যাটিং করেছি। আজকের পরিস্থিতি নিয়ে রাতে কথা বলবো। কথা বলে কালকে একটা আপডেট পাবো।’ চোটের সময় নিয়ে তিনি বলেন, ‘সব থেকে কষ্ট ছিল বাসায় বসে খেলাগুলো দেখছিলাম। খেলাগুলো খেলতে পারছিলাম না এটা একটু কষ্টের জায়গা ছিল। একটা জিনিস ছিল যে, রিকোভারি করছিলাম একই সঙ্গে অনেক সময় থাকে যে খেলা থাকে না ইনজুরির সময়ে। ওই সময়ে এক ধরনের রিকোভারি হয়। এখন খেলা চলছে, ইচ্ছা ছিল শুরু থেকে খেলার। তাই একটা আফসোস ছিল।’ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলে হয়ে ওপেন করবেন সৌম্য। এর আগে চোটে পড়ায় রিদম ফিরে পেতে অনেক সময় ম্যাচ খেলার প্রয়োজন হয়। তবে সৌম্য বলেন, ‘এটা ঠিক যে খেলতে পারবো এটা ভালো দিক। তাছাড়া শেষ সিরিজে তো ছিলামই। আলাদা করে চ্যাম্পিয়নস ট্রফিতে আছি সেটা নতুন করে কিছু তো নাই আর কি। ওরকম কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই। এখন যেহেতু বিপিএল চলছে। ফোকাসটা বিপিএলেই। কালকে কি হবে সেটা আজকে বলতে পারবো না।
মনোবল তো সব সময় থাকে খেলার জন্য। কিন্তু পরিস্থিতিটা তো মাথার ভেতরে থাকে। ওখানে তো আমাকে সহজ কিছু দেবে না ফিল্ডিংয়ের সময় বলেন আর ব্যাটিংয়ের সময় বলেন না কেন। ওখানে পরিস্থিতি পুরোটাই আলাদা। ওইটার জন্য এখানে মানসিকভাবে কঠিন অনুশীলন করতে পারবো ততটা ভালো হবে।’
মাঝে অনেকটা সময় জাতীয় দলের বাইরে ছিলেন সৌম্য। ফেরার পর তার ব্যাটিংয়ে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। এ নিয়ে সৌম্য বলেন, ‘অনেক কিছুই থাকে। স্কিলের কাজ ওই রকম বড় কিছু তো হয় নাই। একটু খেলার পরিবর্তন পরিস্থিতি অনুযায়ী বা ওইখানে যে উইকেটগুলো ছিল ওই অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ওই উইকেট ওই রকম ছিল না যে দ্রুত রান করা যায়। হ্যাঁ, একটু তো চেষ্টা ছিল ভিন্নতা আনার।’
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status