বাংলারজমিন
চাটখিলে নিখোঁজের ৪ দিন পর মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৫, বুধবারনিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে চাটখিল কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আবু বক্কর ছিদ্দিকের লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ছিদ্দিকের ছেলে মাসুদ আলম জানান, শুক্রবার বিকাল থেকে তার বাবা নিখোঁজ হন। সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ১০টার দিকে এলাকাবাসী তাদেরকে খবর দেন, তার বাবার লাশ বাড়ির পার্শ্বের একটি পুকুরে দেখতে পায়। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মাসুদের দাবি, তার বাবাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখা হয়েছে। চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হবে।