ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডে ৪ মাস পর চার্জশিট

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার
mzamin

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ডের ৪ মাস পর মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী  রোববার উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন। চকরিয়া আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড তদন্তে পুলিশ ১৮ জনের সম্পৃক্ততা পেয়েছে। তাদের বিরুদ্ধে রোববার আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা। ১৮ আসামির মধ্যে ১২ আসামি কারাগারে রয়েছেন। চকরিয়া থানার ওসি মো. মনজুরুল কাদের ভুঁইয়া জানান, এ হত্যা ঘটনায় ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা হয়েছিল। দু’টি মামলাতেই ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে। তন্মধ্যে পলাতক ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি ও মালামাল ক্রোকি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। উল্লেখ্য যে, চকরিয়ার পেকুয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) এএমএম রকীব-উর রাজা বলেন, হত্যাকাণ্ডের পর ডাকাতির প্রস্তুতিসহ সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল্লাহ আল হারুন অর রশীদ ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। একইসঙ্গে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর একই আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত কর্মকর্তা অরুপ কুমার চৌধুরী জানান, সেনা কর্মকর্তা হত্যায় ১৭ জনের নামে মামলা হলেও তদন্তে এই হত্যাকাণ্ডে ৬ জনের সম্পৃক্ততা না পাওয়ায় চার্জশিট থেকে তাদের নাম বাদ দেয়া হয়েছে। এজাহারের বাইরে থাকা আরও ৭ জনের নাম মামলার তদন্তে আসলে তাদেরকে নতুনভাবে অন্তর্ভুক্ত করে সর্বমোট ১৮ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে হওয়া পৃথক মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছি। ঘটনার সময় যৌথবাহিনী ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক এবং তাদের ফেলে যাওয়া দেশে তৈরি একটি বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে।
আইএসপিআরের বক্তব্য থেকে জানা যায়, গত ২৪শে সেপ্টেম্বর ২০২৪ তারিখে কক্সবাজার জেলার চকরিয়ায় যৌথবাহিনী কর্তৃক ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর লে. তানজিম ছারোয়ার নির্জন নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। এতদপ্রেক্ষিতে, চকরিয়া থানার কক্সবাজারে একটি হত্যা এবং একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে, পুলিশ কর্তৃক তদন্ত শেষে ১৯শে জানুয়ারি ২০২৫ তারিখে হত্যা মামলার চূড়ান্ত চার্জশিট চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হলে আদালত তা গ্রহণ করেন এবং পলাতক ৬ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। উল্লেখ্য, হত্যা মামলার সর্বমোট ১৮ জন আসামির মধ্যে ১২ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। বর্তমানে গ্রেপ্তারকৃতরা জেল হাজতে রয়েছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status