অনলাইন
মেডিকেলে ভর্তি
কোটা বাতিলের দাবিতে শহীদ মিনারে শিক্ষার্থীদের অবস্থান
স্টাফ রিপোর্টার
(৪ সপ্তাহ আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল ৯টা থেকে শহীদ মিনারে জড়ো হন তারা।
এদিন দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে মেডিকেল কলেজের প্রায় আড়াইশ শিক্ষার্থী অবস্থান নেন।
গতকাল ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে কোটার কারণে অনেক অযোগ্য ছেলে-মেয়ে ভর্তির সুযোগ পেয়েছেন বলে অভিযোগ করেন অবস্থানরত শিক্ষার্থীরা।
তাদের দাবি, কোটা থাকায় অনেক যোগ্য শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পায়নি। এই কোটাপ্রাপ্ত যত শিক্ষার্থী আছে তাদের অবিলম্বে ভর্তি বাতিল করতে হবে, তাদের কোনোভাবেই মেডিকেলে ভর্তি হতে দেয়া যাবে না।
পাঠকের মতামত
এ কোটার জন্য এতো কিছু তারপরও কোটা থাকে কীভাবে বুঝলাম না। সকল কোটার অবসান চাই। এমনকি জাতীয় সংসদে নারী আসনেরও।
কি করে এখনো কোটা থাকে? কোনোভাবেই মানা যায়না I তাহলে কি কোনো অথর্ব এই সেকশন দেখছে?
Tamasha