খেলা
আলোচনায় মেসির গোল
স্পোর্টস ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৪:১৫ অপরাহ্ন

বছরের প্রথম ম্যাচেই হারতে বসে মেজর লীগ সকারের দল ইন্টার মায়ামি। রোববার লাস ভেগাসে মেক্সিকান ক্লাব আমেরিকার বিপক্ষে নির্ধারিত সময়ে ২-২ ব্যবধানে ড্র হয় ম্যাচ। প্রি-সিজনের এই ম্যাচে শেষপর্যন্ত টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জেতে লিওনেল মেসিরা। তবে সবকিছু ছাপিয়ে গিয়েছে আর্জেন্টাইন তারকা মেসির গোল উদযাপন।
ম্যাচের ৩১তম মিনিটে হেনরি মার্টিনের গোলে এগিয়ে যায় আমেরিকা। এর মিনিট তিনেকের মধ্যেই গোল শোধ করেন মেসি। লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে জালে বল জড়ান আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। এখানেই ঘটনার সূত্রপাত। সাধারণত গোলের পর আকাশের দিকে দুই হাত উঁচিয়ে প্রয়াত দাদীকে মনে করেন মেসি। তবে এদিনের ঘটনাটা ছিল একেবারেই ভিন্ন। ম্যাচের শুরু থেকে তাকে দুয়ো দিচ্ছিল প্রতিপক্ষ দলের ভক্ত-সমর্থকেরা। ২০২২ বিশ্বকাপে ফিরে গেলে এর উত্তর পাওয়া যাবে। মেক্সিকোর বিপক্ষে গোল করে আর্জেন্টিনার বিশ্বকাপের আশা বাঁচিয়ে রেখেছিলেন মেসি। ০-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় উত্তর আমেরিকার দেশটি। ক্ষতটা হয়তো এখনও ভোলেনি সে দেশের ফুটবলপ্রেমীরা। এদিনের ম্যাচে সমতাসূচক গোলের পর মেসির উদ্দেশ্যে দুয়োর পরিমাণটা আরও বেড়ে যায়। জালে বল জড়িয়ে সাইডলাইনের দিকে এগিয়ে যান মেসি। প্রথমে পেছনে ঘুরে নিজের নামটা দেখালেন। তারপর তিনটি আঙুলের পর একটি শূন্য দেখান তিনি। এমন উদযাপনের নিশ্চিত কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিন আঙুল দিয়ে তিনি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সংখ্যা বুঝিয়েছেন, আর শূন্য দিয়ে মেক্সিকোর। সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদযাপন নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গিয়েছে। যদিও আমেরিকার বিপক্ষে ৬৬তম মিনিটে বদলি খেলোয়াড় হিসাবে মাঠ ছাড়েন মেসি। তখন ১-২ গোলে পিছিয়ে ছিল মায়ামি। এরপর যোগ করা সময়ে তমাস আভিলেসের গোলে ম্যাচে ফেরে ক্লাবটি। নির্ধারিত সময়ের খেলা ২-২ ব্যবধানে ড্র হলে সরাসরি টাইব্রেকার অনুষ্ঠিত হয়। সেখানে ৩-২ গোলে জয় তুলে নেয় মায়ামি। আগামী মাসে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ দিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু করবে হাভিয়ের মাশচেরানোর দল। তার আগে আরও চারটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে দলটি।
পাঠকের মতামত
ওরে বলদ ৩০ তার মানে তার জার্সি নাম্বার বুঝিয়েছে।