ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

গঙ্গায় ডুবলো ছাই ভর্তি বাংলাদেশি জাহাজ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(১ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৪:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

mzamin

বর্ধমানের ব্যান্ডেল থার্মল পাওয়ার স্টেশনের ছাইগাদা থেকে ছাই নিয়ে দেশে ফেরার পথে বাংলাদেশি জাহাজ গঙ্গায় ডুবে গেছে। বাংলাদেশি কার্গো জাহাজ এমভি বছিরউদ্দিন কাজি বাঁশবেড়িয়ার কাছে গঙ্গায় ডুবতে শুরু করে। এরপরই স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জাহাজের ক্রুরা। জাহাজের কর্মীদের উদ্ধার করা হয়েছে। তারা আপাতত নিরাপদেই আছেন বলে জানা গেছে।

বাংলাদেশি জাহাজের ক্রু সদস্যরা দাবি করেন, জাহাজের নিচ থেকে হঠাৎ করেই বিকট একটি আওয়াজ পাওয়া যায়। এরপরই ধীরে ধীরে দেখা যায়, জাহাজটি পানিতে ডুবতে শুরু করেছে। এই আবহে একদিকে হেলে পড়ে জাহাজটি। প্রায় অর্ধেকের বেশি সেটি পানির তলায় চলে যায়। পানির ওপরে ছিল চালকের কেবিনের অংশটি। এই অবস্থায় জাহাজের কর্মীরা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায়। তখন তাদের উদ্ধার করা হয়। জাহাজে থাকা পুরো ছাই খালি করা হচ্ছে।‌

জাহাজ ভর্তি ছাই থাকায় ভারসাম্য বজায় ছিল না বলে মনে করা হচ্ছে। জাহাজ থেকে ছাই সরানো শেষ হলে জাহাজটির ওজন কমবে। তখন সেটির উদ্ধার কাজে হাত দেয়া হবে। তারপর জাহাজটিকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাবে ক্রুরা।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

ফারুক খানের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস/ শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না

ছাত্রদের নতুন দল / সদস্য সচিব পদ নিয়ে টানাপোড়েন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status