ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

ইরানের সুপ্রিম কোর্ট ভবনে দুই বিচারককে গুলি করে হত্যা

মানবজমিন ডিজিটাল

(৩ সপ্তাহ আগে) ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ১১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩২ অপরাহ্ন

mzamin

তেহরানের সুপ্রিম কোর্ট ভবনে শনিবার গুলিতে দুই বিচারককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটে বলা হয়েছে, হামলায় সুপ্রিম কোর্টের তিন বিচারককে লক্ষ্য করা হয়েছিল। এদের মধ্যে দুজন নিহত হয়েছেন এবং সেইসঙ্গে হামলাকারী আত্মহত্যা করেছেন। এ ছাড়া হামলায় আরো একজন আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে। 

নিহত দুই বিচারক মিজান আলী রাজিনি এবং মোহাম্মদ মোগিসেহ জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের অপরাধ সংক্রান্ত মামলা পরিচালনা করেছিলেন। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন যে, হ্যান্ডগান নিয়ে এক ব্যক্তি দুই বিচারকের কক্ষে প্রবেশ করে এবং তাদের গুলি করে। 

জাহাঙ্গীর খুব বেশি কিছু না বলে জানান, ‘ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে, তলব করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে।’

হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার না হলেও মিজান বলেন, হামলাকারী সুপ্রিম কোর্টের কোনো মামলায় জড়িত ছিল না। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার তদন্ত চলছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুই বিচারকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।  কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

প্রেসিডেন্ট  বলেন, ‘আমি নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বাহিনীকে এই নিন্দনীয় কাজের পেছনে যুক্ত অপরাধীদের শনাক্ত করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।’

মার্কিন ট্রেজারি অনুসারে, ৬৮ বছর বয়সী মোগিসেহ- এর ওপর অগণিত অন্যায্য বিচার তত্ত্বাবধান করার জন্য ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল।  যে সময় অভিযোগগুলি অপ্রমাণিত হয়েছিল এবং প্রমাণগুলি উপেক্ষা করা হয়েছিল।

মিজানের মতে,৭১ বছর বয়সী রাজিনি ইরানের বিচার বিভাগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এর আগে ১৯৯৮ সালে আততায়ীরা তাঁকে হত্যার চেষ্টা করে গাড়িত চৌম্বকীয় বোমা স্থাপন করা করে। যদিও বিচারকদের লক্ষ্য করে হামলা বিরল। তবে ইরান সাম্প্রতিক বছরগুলিতে উচ্চ-প্রোফাইল ব্যক্তিত্বদের লক্ষ্য করে বেশ কয়েকটি গুলির ঘটনা দেখেছে।

অক্টোবরে, দক্ষিণাঞ্চলীয় শহর কাজেরুনে জুমার নামাজের ইমামতি করার সময় একজন শিয়া মুসলিম প্রচারককে গুলি করে হত্যা করা হয়। ২০২৩ সালের এপ্রিলে, আব্বাস আলী সোলেইমানি নামে পরিচিত একজন শক্তিশালী ধর্মগুরুকে উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশের একটি ব্যাংকে গুলি করে হত্যা করা হয়েছিল।

সূত্র : দ্য গার্ডিয়ান

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status