ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

ঢাকা প্রিমিয়ার লীগ নিয়ে শঙ্কা

দাবি না মানায় সব লীগ বয়কট শুরু

স্পোর্টস রিপোর্টার
১৯ জানুয়ারি ২০২৫, রবিবারmzamin

আজ শুরু হওয়ার কথা ছিল প্রথম বিভাগ ক্রিকেট লীগ। লোগো উন্মোচনসহও সব ছিল ঠিকঠাক। কিন্তু অংশগ্রহণকারী ঢাকার ক্লাবগুলো কেউ মাঠে যায়নি। ক্লাবগুলো বয়কট করেছে প্রথম বিভাগ লীগ। গঠনতন্ত্র পরিবর্তন ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিন দিনের আল্টিমেটাম দিয়েছিল ঢাকার ৭৬টি ক্লাবের প্রতিনিধিরা। সেই সময় শেষ হয়েছে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নয়া সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দেখা করার পর ক্লাবের প্রতিনিধিরা দিয়েছে স্বারকলিপি। তবে সেই আলোচনায় কোন সমাধান আসেনি। যে কারণে এখন ক্লাবগুলোর একটাই দাবি- সুরাহা না হওয়া পর্যন্ত কোনো লীগে অংশ নেবে না তারা। সেই সঙ্গে তাদের আরেকটি অন্যতম দাবি গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে অপসারণ করতে হবে। এ নিয়ে লিজেন্ড অব রূপগঞ্জের কর্ণধার ও ক্লাব সংগঠকদের অন্যতম প্রতিনিধি লুৎফর রহমান বাদল দৈনিক মানবজমিনকে তাদের দাবি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের এখন একটাই দাবি, গঠনতন্ত্র যেভাবে ক্লাব ও জেলাকে উপেক্ষা করে সংশোধন করা হচ্ছে তা থেকে যেন সরে আসে। সেটি না হলে যত ধরনের লীগ আছে আমরা বয়কট করবো।’ 

গঠনতন্ত্র সংশোধন কমিটির পাঁচ জনের তিন জন আইনজীবী। সেই কমিটির আহ্বায়ক বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব সাইফুল ইসলাম, বিসিবি’র লিগ্যাল অ্যাডভাইজর মো. কামরুজ্জামান, ব্যারিস্টার শেখ মাহদি এবং এ কে এম আজাদ হোসেন এই কমিটির সদস্য। তাদের সংশোধিত গঠনতন্ত্রের খসড়ায় বাদ দেয়া হয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম)। দেশের রাজনৈতিক পালাবদলের পর গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ নেয় বিসিবি। তবে গঠনতন্ত্র সংস্কারের খসড়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা কেন্দ্রীক ক্লাবগুলোর সংগঠন ক্রিকেট সিসিডিএম। বিসিবির বর্তমান গঠনতন্ত্রে বলা আছে- পরিচালক সংখ্যা হবে ২৫জন। যেখানে ঢাকার ক্লাবগুলো থেকে ১২ জন, জেলা-বিভাগীয় পর্যায় থেকে ১০, সাবেক ক্রিকেটারদের থেকে ১ ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন নিয়ে গঠিত হবে পরিচালনা পর্ষদ। গঠনতন্ত্র সংশোধন কমিটি প্রাথমিক খসড়ায় প্রস্তাব দিয়েছে ঢাকার ক্লাবগুলোর মধ্যে পরিচালক সংখ্যা ১২ থেকে চার এবং কাউন্সিলর সংখ্যা ৭৬ থেকে কমিয়ে মাত্র ৩০ (প্রিমিয়ার ১২, প্রথম বিভাগ ৮, দ্বিতীয় বিভাগ ৬ ও তৃতীয় বিভাগ ৪) করার। গঠনতন্ত্র সংশোধন কমিটির মধ্যে ক্রিকেট জানেন বুঝেন একমাত্র ফাহিম। আর তিনি বিসিবি পরিচালক। তার দ্বারা এমন প্রস্তাবনা কোনো ভাবে মানতে পারছেন না সিসিডিএমের ক্লাব কর্তারা। যে কারণে তাকেই অপসারণের দাবি তোলা হয়েছে। এ নিয়ে লুৎফর রহমান বাদল বলেন, ‘আমরা তার (ফাহিম) অপসারণ দাবি করেছি।  সেটিও মানতে হবে।’ 

তাদের সঙ্গে আলোচনাতে বিসিবি কোনো আশ্বাস দিয়েছে কিনা তা নিয়ে বাদল বলেন, ‘না, এখনো তারা এমন কোন কিছু বলেনি। তবে আমরা অনঢ়। ক্লাব ও জেলাকে বাদ দিয়ে তারা কিভাবে চিন্তা করে সেটি নিয়েও আছে বড় প্রশ্ন। আমরা বিসিবি সভাপতিকে জানিয়েছি আমাদের দাবির কথা। যে পর্যন্ত মানা না হবে আমরাও কোনো লীগে খেলবো না।’ অন্যদিকে দ্রুত বিসিবি’র নির্বাচন দাবি করেছেন এই ক্রিকেট সংগঠক। তিনি বলেন, ‘আসলে  বিসিবি চলছে গুটি কয়েকজন লোক নিয়ে। যে কারণে পুরো সিস্টেম কলাপস করেছে। বোর্ডের ২৩ পরিচালকের বেশির ভাগই পদত্যাগ করেছে। কিন্তু নয়া সভাপতি আইসিসি’র জুজুর ভয় দেখাচ্ছে। বলছে এখানে সরকারি হস্তক্ষেপ করা হলে আইসিসি বাঁধা হবে। আমার প্রশ্ন হচ্ছে, তারা দু’জন (ফারুক ও ফাহিম) এসেছেন কোন কোটা থেকে। তারাও তো সরকারি নিয়োগ, এনএসসি’র কোটা থেকে এসেছেন। তাহলে আইসিসি’র এমন জুজুর ভয় কেন। যদি দ্রুত নির্বাচন ও পূর্নাঙ্গ কমিটি গঠন করা না হয় তাহলে ক্রিকেট মুখ থুবড়ে পড়বে।’ 

বিসিবিকে দেয়া তিন দিনের আল্টিমেটাম শেষ হয়েছে শুক্রবার। এ নিয়ে এখন পর্যন্ত বিসিবি’র তরফ থেকে কিছুই জানানো হয়নি ক্লাবগুলোকে। বিসিবি বিরোধী এই প্রয়াসকে আরো গতিশীল করার লক্ষ্যে নতুন সংগঠন গড়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকাভিত্তিক ক্লাবগুলোর সংগঠকরা। দুয়েক দিনের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করেছেন মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও সিসিডিএম-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মাসুদুজ্জামান। তিনি বলেন, ‘নতুন সংগঠনের নাম হবে “ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন”। আজকালের মধ্যে এটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনে’ ব্যানারে আগামী শনিবার (আজ) বিসিবি’র প্রেসিডেন্টের সঙ্গে বসবো আমরা। এদিন একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

পাঠকের মতামত

সকল ভেদাভেদ ভুলে ক্রিকেটকে বাঁচাতে সকলে একসাথে কাজ করুন।

আহসান এইচ কে চৌধুরী
১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ১২:৫৯ অপরাহ্ন

লীগ সব সময়ই খারাপ :)

জনতার আদালত
১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৬:৪১ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status