খেলা
শিরোপা লড়াই থেকে আরও দূরে বসুন্ধরা কিংস
স্পোর্টস রিপোর্টার
১৯ জানুয়ারি ২০২৫, রবিবার
সময়টা ভালো যাচ্ছে না বসুন্ধরা কিংসের। চ্যাম্পিয়ন ক্লাবটি গতকালও পয়েন্ট খুইয়েছে। ঘরের মাঠে এগিয়ে থেকেও ফর্টিস এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে কিংস। সবশেষ দেখায় ফেডারেশন কাপে তাদেরকে ২-০ গোলে হারিয়ে দারুণ চমক উপহার দিয়েছিল মাসুদ পারভেজ কায়সারের দল। এই ড্র’য়ের ফলে শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান দাঁড়ালো ১০-এ। এ ম্যাচ দিয়েই শেষ হলো লীগের প্রথম পর্ব। আট ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান। আট ম্যাচে ১৪ পয়েন্টি চার নম্বরে কিংস। আর আট ম্যাচের আটটিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে সবার উপরে মোহামেডান। ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আবাহনী আর ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। গতকাল কিংস অ্যারেনায় কিংসের সামনে সুযোগ ছিল এক লাফে পঞ্চম থেকে তৃতীয় স্থানে উঠে আসার, কিন্তু আশা জাগিয়েও ব্যর্থ হওয়া ভ্যালেরি তিতের দল এখন চতুর্থ স্থানে। সেট-পিস থেকে একাদশ মিনিটে এগিয়ে যায় কিংস। মিগেইল ফিগেরার কর্নারে লাফিয়ে হেডে জাল খুঁজে নেন তপু। এই ডিফেন্ডার গোলের উদযাপনও করেন অন্যভাবে; জনপ্রিয় সিনেমা পুষ্পার নায়কের অনুকরণে। ফর্টিস সমতার ভালো সুযোগ পায় ২৮ মিনিটে। ডান দিয়ে বল নিয়ে বক্সে ডুকে পড়া পিয়াস আহমেদ নোভার শট ইসায়াহ এজের গায়ে লেগে বাতাসে ভেসে চলে যায় গোলমুখে, সেখানে ওমর সার হেড করলেও বল তপুর গায়ে লেগে বেরিয়ে যায় ক্রসবারের উপর দিয়ে। একটু পরেই মিগেইলের করা ফাউলকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই দলের খেলোয়াড়রা ধাক্কাধাক্কিতে জড়ান। দুই দলের কোচিং স্টাফ এসে পরিস্থিতি শান্ত করে। এর কিছুক্ষণ আগে মেজাজ হারিয়ে, আক্রমণাত্মক মনোভাব দেখিয়ে হলুদ কার্ড দেখেন ফর্টিসের ফরোয়ার্ড আতিকুর রহমান ফাহাদ। চলতি লীগে এ নিয়ে আট ম্যাচের মধ্যে পাঁচটিতেই ড্র করল ফর্টিস। ৮ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলে ষষ্ঠ স্থানে।