খেলা
যে কারণে বিপিএলের ফাইনালে থাকছেন না সৈকত
স্পোর্টস রিপোর্টার
১৯ জানুয়ারি ২০২৫, রবিবার
এবারের বিপিএলে অন্যতম বড় তারকা ছিলেন আইসিসি’র এলিট প্যানেলের আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বাংলাদেশ জাতীয় দলে একসময় নিজে খেলেছেন। তবে আম্পায়ার হয়েই বেশি আলো কেড়েছেন তিনি। শরফুদ্দৌলা সৈকতের সাম্প্রতিক সময়টাও ছিল দারুণ। কদিন আগেই মেলবোর্ন টেস্টে ভারতের যশস্বী জয়সওয়ালকে আউট দিতে গিয়ে নিয়েছিলেন সাহসী এক সিদ্ধান্ত। স্নিকোমিটারে শব্দতরঙ্গ ধরা না পড়লে নিজের জাজমেন্ট থেকে ভারতীয় ব্যাটারকে দিয়েছিলেন আউট। মেলবোর্নে তার সিদ্ধান্ত পরবর্তীতে প্রশংসা কুড়িয়েছিল ক্রিকেট বোদ্ধাদের। আর সিডনি টেস্টে তার উপস্থিতি নিয়ে ছিল বাড়তি উন্মাদনা। ভারতের গণমাধ্যম থেকে শুরু করে ক্রিকেট ভক্তরাও ব্যস্ত ছিলেন সৈকতকে নিয়ে। তবে বাংলাদেশি আম্পায়ার সেখানেও ছিলেন নিখুঁত, নির্ভুল। এবারের বিপিএলেও পরপর দুদিন একের পর এক দারুণ সিদ্ধান্ত দিয়েছেন তিনি। তবে এতকিছুর পরেও চলমান বিপিএলের ফাইনালে সময়ের অন্যতম সেরা এই আম্পায়ারকে ধরে রাখতে পারছে না বিসিবি। ফেব্রুয়ারির ৬ তারিখ থেকে শুরু হওয়া ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজে মাঠে থাকবেন সৈকত। যে সিরিজটায় প্রথম ও ৩য় ওয়ানডেতে মাঠে থাকবেন তিনি। ৬ তারিখ প্রথম ওয়ানডে হবে নাগপুরে। সেখানে অনফিল্ড আম্পায়ার থাকবেন শরফুদ্দৌলা সৈকত। ৯ তারিখের দ্বিতীয় ওয়ানডেতে তিনি টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। আর ১২ই ফেব্রুয়ারি আহমেদাবাদের তৃতীয় ওয়ানডে ম্যাচে ফের অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত। সঙ্গত কারণে ৭ই ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে থাকছেন না দেশসেরা এই আম্পায়ার।
পাঠকের মতামত
সৈকতের জন্য শুভ কামনা।