বাংলারজমিন
রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে আওয়ামী লীগ: নুর
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৫, রবিবারজনগণের স্বার্থ বিসর্জন দিয়ে আওয়ামী লীগ ক্ষমতার লোভে একনায়কতন্ত্র কায়েম করেছিল। দেশের মানুষ আওয়ামী লীগের কবর রচনা করেছে। তারা রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। নতুন করে নির্বাচনে অংশগ্রহণের অধিকার আওয়ামী লীগের নেই। শুধু ভোট আর নির্বাচনের জন্য এই গণঅভ্যুত্থান হয়নি। রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক ও জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে জায়গা থেকেই এই গণঅভ্যুত্থান হয়েছে। কাজেই রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে ?উঠেছে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার রংপুরের গঙ্গাচড়ায় ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ, রংপুর বিভাগীয় সমন্বয়ক ও সহ-দপ্তর সম্পাদক ইব্রাহিম খোকন, গণঅধিকার পরিষদের কার্যকরী সদস্য হাজী মো. কামাল হোসেন, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হক, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশীদ, রংপুর বিভাগের ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম শিশির। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক হানিফ খান সজীবের সভাপতিত্বে ও গণঅধিকার পরিষদের রংপুর জেলার সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেরে খোদা আসাদুল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আব্দুল মুত্তালিব, রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী, গঙ্গাচড়া বিএনপি’র সদস্য সচিব আইয়ুব আলী, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ইউনুস আলী। সভায় নুরুল হক নুর রংপুর-১ আসনে উচ্চতর পরিষদ সদস্য এবং গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়কারী হানিফ খান সজীবকে ট্রাক প্রতীক নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের বিভিন্নস্তরের নেতাকর্মীসহ নানা পেশার মানুষজন উপস্থিত ছিলেন।