খেলা
সমর্থকদের দুয়োকে ‘আশীর্বাদ’ মানছেন রিয়াল কোচ
স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫, শনিবার
দুই গোলে এগিয়ে তখন রিয়াল মাদ্রিদের জয় দেখছিলেন ভক্ত-সমর্থকরা। কিন্তু শেষ মুহূর্তের দুই গোলে ম্যাচে ফেরে সেল্টা ভিগো। সমর্থকরা রিয়াল দিয়ে ওঠেন দুয়োধ্বনি। তবে ৯০ মিনিট সমতার পর অতিরিক্ত সময়ে গোল উৎসব করে রিয়াল। আর রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি বলেন, সমর্থকদের দুয়ো হলো আশীর্বাদ।’ বৃহস্পতিবার কোপা দেল রেতে সেল্টা ভিগোকে ৫-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল করেন রিয়ালের ব্রাজিলিয়ান তরুণ তারকা এন্দ্রিক।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন বছরের প্রথম ম্যাচ খেলতে নামে রিয়াল। আর প্রথম দিনেই ঘরের মাঠে দুয়ো শুনতে হয় মাদ্রিদিস্তাদের। তবে সমর্থকদের এরূপ প্রতিক্রিয়াকে আশীর্বাদ মনে করছেন কোচ। তিনি বলেন, ‘আমি এটাকে দল ও কোচের প্রতি সমর্থকদের পক্ষ হতে জেগে ওঠার ডাক হিসাবে দেখছি। বার্সার বিপক্ষে যা হয়েছে তারপর এমন দুয়ো গ্রহণযোগ্যই। এরপরই দল দারুণভাবে সাড়া দিয়েছে।’ এদিন প্রতিপক্ষের গোলের দিকে ২৩টি শট নেয় স্বাগতিকরা, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে রিয়ালের গোল অভিমুখে ১২টির মধ্যে ৪টি শট লক্ষ্যে রাখতে পারে সেল্টা ভিগো। ম্যাচের ৩৭তম মিনিটে মাঠের বাঁ প্রান্ত থেকে বল টেনে এনে একক গোলে দলকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এর কিছুক্ষণ আগেই বক্সের ভেতর সফরকারী দলের ফরোয়ার্ড উইলিয়ট সুইডবার্গকে ফাউল করে বসেন রিয়াল গোলকিপার আন্দ্রে লুনিন। রেফারি বাঁশি না দিলে সেখান থেকে কাউন্টার অ্যাটাকে জাল খুঁজে নেয় স্বাগতিকরা। ১-০ ব্যবধানে বিরতিতে যায় দু’দল। মাঠে ফিরে তিন মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাহিম ডিয়াজের রক্ষণচেরা পাস থেকে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচের ৭৭তম মিনিটে ভিনির পাস থেকে গোল করেন আর্দা গুলের। অফসাইডের কারণে বাতিল হয় সেটি। এর পরের ঘটনার জন্য একদমই প্রস্তুত ছিল না রিয়াল ভক্তরা। যেই দল কিনা ম্যাচে ফেরার জন্য সুপরিচিত, তাদের সঙ্গেও ঘটে যায় কামব্যাকের ঘটনা। ৮৩তম মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার চরম ভুল পাসে বক্সের ভেতর বল পেয়ে যান জনাথন বাম্বা। গোল করে ব্যবধান কমান সেল্টা ভিগো ফরোয়ার্ড। এর ছয় মিনিট পর সফরকারীদের কাউন্টার এট্যাক সামলাতে গিয়ে বাম্বাকে বক্সের ভেতর ফাউল করেন রাউল আসেনসিও। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ২-২ ব্যবধানে সমতায় ফেরে সেল্টা ভিগো। খেলা গড়ায় ১২০ মিনিটে। শেষ পর্যন্ত এন্ড্রিক আর ফেডেরিকো ভালভার্দের গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের। ১০৮ মিনিটে এন্ড্রিক ও তার চার মিনিট পর গোল ব্যবধান বাড়ান দুই ফুটবলার। ১১৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের শেষ গোলটি করেন এন্ড্রিক। এখন পর্যন্ত রিয়ালের ৫ম ফুটবলার হিসাবে অতিরিক্ত সময়ে জোড়া গোলের কীর্তি গড়লো ব্রাজিলের এই তরুণ স্ট্রাইকার। এর আগে এই কীর্তি ছিল সান্তিয়াগো বার্নাব্যূ (১৯১৬), সোতেরো আরনগুরান (১৯৮৬), সান্তিলানা (১৯৮৬) ও ক্রিস্টিয়ানো রোনালদোর (২০১৬, ২০১৭)। ৫-২ ব্যবধানে কোপার কোয়ার্টার নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা। রিয়াল মাদ্রিদের সঙ্গে শেষ আটে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা, গেতাফে, লেগানেস, ভ্যালেন্সিয়া এবং ওসাসুনা। ড্র অনুষ্ঠিত হবে আগামী সোমবার।