অনলাইন
রাজউকের প্লট দুর্নীতি
শেখ হাসিনা-পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৫, রবিবার, ৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন
পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার বিকেলে এ তথ্য জানান সংস্থাটি মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
তিনি জানান, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুুলকে একটি প্লট বরাদ্দে প্রভাব বিস্তার করেন। এই অনিয়মের অভিযোগে রাজউকের কর্মকর্তাসহ ১৬ জনকে মামলার আসামী করা হয়েছে। তিনি আরও বলেন, তদন্তকালে আরো কারো অনিয়ম পেলে মামলার আসামি করা হবে। আক্তার হোসেন বলেন, এই প্লট জালিয়াতির ঘটনায় আরো ৫টি মামলা দায়ের হবে।
পাঠকের মতামত
শুধু হাসিনা আর পুতুলকে আসামী করে কি লাভ? প্রাশাসনের যে সব কর্মকর্তা অতি উতসাহী হয়ে এখানে জড়িত ছিল তাদেরও শাস্তির আওতায় আনা হোক। জনগণের টাকায় তাদের বেতন দেওয়া হয়েছে জনগণের স্বার্থ দেখার জন্য। তার সেখানে দায় এড়াতে পারেনা। তাদেরও কঠোর শাস্তি হোক।