খেলা
বড় জয় দিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ৪:২৭ অপরাহ্ন
প্রথম দুই ম্যাচ জিতে আগেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নেয় নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ১৪০ রানের বড় ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা। মার্ক চাপম্যানের ৮১ রানের ইনিংস বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছে স্বাগতিকদের। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণে শ্রীলঙ্কার দ্বিতীয় সবচেয়ে বড় ব্যাবধানের জয় এটি। এর আগে টি-টোয়েন্টি সিরিজেও ২-১ ব্যবধানে জয় তুলে নেয় কিউইরা।
অকল্যান্ডে শনিবার টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৯০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে রান তাড়ায় নেমে দলীয় ২১ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড। সেখান থেকে চাপম্যানের ইনিংসে ভর করে সবকয়টি উইকেট হারিয়ে ব্ল্যাক ক্যাপরা করতে পারে ১৫০ রান। আগে ব্যাট করতে নেমে দলীয় ৬৬ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ওপেনার পাথুম নিসাঙ্কা। এরপর তিন রানের ব্যবধানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। তবে কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিসের ৮৭ রানের জুটিতে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৫৬ রান। ব্যক্তিগত ৫৪ ও ৪৬ রানে আউট হন দুই লঙ্কান ব্যাটার। ৫২ বলে ব্যক্তিগত ৫৩ রানে আউট হন জানিথ লিয়ানাগে। ৫ বল খেলে ডাক মেরে আউট হন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। পরে নেমে দলের হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৬৬ রান করে আউট হন ওপেনার নিসাঙ্কা। ৫০ ওভারের খেলা শেষে ৮ উইকেটে ২৯০ রান সংগ্রহ করেন সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেত নেন ম্যাট হেনরি। ২টি উইকেট নেন মিচেল স্যান্টনার। জবাবে শুরু থেকেই কোণঠাসা নিউজিল্যান্ড। দলীয় ৩ রানে উইল ইয়ং আউট হবার পর পরের ১ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার রাচিন রবীন্দ্র। ব্যক্তিগত ২ রানে ফেরেন ড্যারিল মিচেল। এরপর দলীয় ২১ রানেই আউট হন টম ল্যাথাম ও গ্লেন ফিলিপস। দুজনই আউট হন কোনো রান ছাড়াই। আসা-যাওয়ার খেলা শুরু হয় কিউইদের। তবে আরেক প্রান্ত আগলে রেখে তখনও ব্যাট করে যাচ্ছেন মার্ক চাপম্যান। দশম উইকেট হিসাবে বাঁহাতি এই ব্যাটার আউট হলে ২৯.৪ ওভারে থামে নিউজিল্যান্ডের ইনিংস। ১৪০ রানের বড় ব্যবধানে হারে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো, মাহেশ থিকসানা ও ইশান মালিঙ্গা। একদিনের ক্রিকেটে এর থেকেও বেশি রানে ১৭টি ম্যাচ হেরেছে ব্ল্যাক ক্যাপরা। ২০০৭ -এ এই অকল্যান্ডেই ১৮৯ রানে হারে নিউজিল্যান্ড। সেদিন ২৬২ রান তাড়ায় নেমে ৭৩ রানে অলআউট হয় কিউইরা। তারপর ওয়ানডে ক্রিকেটে লঙ্কানদের বিপক্ষে এটিই সবচেয়ে বড় হার। এমনকি সফরকারীদের বিপক্ষে ১৫০ রানের এই ইনিংস স্বাগতিকদের এই সংস্করণে ঘরের মাঠে সর্বনিম্ন এবং সবমিলিয়ে দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। তবে এর আগে দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও স্বাগতিকরা তুলে নেয় ২-১ ব্যবধানের জয়।