ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

অনলাইন

দহগ্রাম সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বাধা দিলো বিজিবি

অনলাইন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ১০:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩১ অপরাহ্ন

mzamin

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে এতে বাধা দেন রংপুর ৫১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা।

ভারতের কোচবিহার জেলার রানীনগর ৬ বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় ওই সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিব সদস্যরা। আজ শনিবার উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই সীমান্ত সরেজমিন পরিদর্শন করবেন বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয়রা সূত্র জানায়, শুক্রবার সকালে দহগ্রামে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার নাম্বার ৮-এর ৩৭ থেকে ৪৬ নাম্বার সাব পিলারে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া তৈরির কাজ শুরু করে বিএসএফ। খবর পেয়ে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। তবে কিছু সময় কাঁটাতারের বেড়া তৈরি বন্ধ থাকলেও পরে আবার বেড়া তৈরির কাজ শুরু হয়।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) আমীর খসরু বলেন, ‘সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ বাধা দেয়া হয়। প্রথমে কাজ বন্ধ করলেও কিছুক্ষণ পর আবার শুরু করে তারা।’

পতাকা বৈঠকের মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিএসএফকে কাঁটাতারের বেড়া সরিয়ে নিতে বলা হয়েছে। আজ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সরজমিন পরিদর্শন করবেন।’

পাঠকের মতামত

বিজিবির উচিত আগে আগে ওদের সীমান্তের ভেতর বেড়া দেওয়া। ওরা ঠেলতে ঠেলতে আমাদের ভূমিতে অনেক প্রবেশ করেছে। আর সীমান্তে ভারতীয় কাউকে দেখা মাত্র গুলি করা উচিত। ওরা যেরকম করে।

bd71/24
১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ২:২৯ অপরাহ্ন

বিএসএফের বোধহয় সময় কাটেনা তাই তারা এসব খুনসুটিতে সময় কাটাতে চাচ্ছে। তাদেরকে ষোলগুটি খেলা শিখিয়ে দেয়া হোক তাতে মাটিতে ছক কেটে ষোলগুটি খেলায় তাদের সময় ভাল কেটে যাবে।

আনিস উল হক
১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১:৪০ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

Bangladesh Army

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status