ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, শনিবার

চলতি শীত  মৌসুমে পঞ্চগড় জেলায় প্রথম মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গতকাল সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। সংশ্লিষ্টদের তথ্য মতে, সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৮ ডিগ্রি  সেলসিয়াস পর্যন্ত হলে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। গত শুক্রবারও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। সপ্তাহ জুড়ে তাপমাত্রা ওঠানামা  করেছে। তবে সকাল থেকে ঝলমলে রোদের কারণে গতকাল শুক্রবার বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত বৃহস্পতিবার সকাল থেকে সূর্যের দেখা মেলায় শীতের তীব্রতা অনেকটা কমে যায়। কিন্তু দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ায় সূর্য থাকলেও উষ্ণতা ছড়াতে পারেনি। সেইসঙ্গে বিকাল থেকে উত্তরের কনকনে শীতল বাতাস বইতে শুরু করে। সন্ধ্যা থেকে হালকা কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হতে থাকে। 
গতকাল সকাল ৮টার পরই মাঝারি কুয়াশা কেটে সূর্যের মুখ দেখা গেলেও দিনভর প্রবাহিত হয়েছে উত্তরের হিম শীতল বাতাস। দিনের বেলাতেও ঠাণ্ডায় টিকতে না পেরে বিকাল থেকেই আগুন জ্বেলে শীতার্ত মানুষগুলো শীত নিবারণের চেষ্টা করতে থাকে। এদিকে জেলার সর্বত্র রয়েছে শীতবস্ত্রের সংকট। সরকারি ও বেসরকারি পর্যায়ে যে সকল শীতবস্ত্র বিতরণ করা হয়েছে যা প্রয়োজনের তুলনায় অনেকটা কম। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত জেলার পাঁচ উপজেলা ও তিন পৌরসভার জন্য ১৭ হাজার কম্বল এবং কম্বল কেনার জন্য ৩৩ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। 
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় বলেন, শুক্রবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৭ দশমিক ৩ ডিগ্রি  সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। সেইসঙ্গে বাতাসের গতি ছিল ঘণ্টায় ১০-১২ কিলোমিটার। তেঁতুলিয়ার আশপাশের এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে সারাদিন ঝলমলে রোদ থাকায় বিকাল তিনটায় এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আরও দু’দিন থাকতে পারে।  

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status