খেলা
রহমতগঞ্জকে হারিয়ে বদলা মোহামেডানের
স্পোর্টস রিপোর্টার
১১ জানুয়ারি ২০২৫, শনিবারফেডারেশন কাপে রহমতগঞ্জের কাছে হারের প্রতিশোধ নিলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল প্রিমিয়ার লীগের ম্যাচে পুরান ঢাকার ক্লাবটিকে হারিয়ে টানা সপ্তম জয় পেয়েছে সাদা-কালোরা। মুন্সিগঞ্জে অনুষ্ঠিত ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান। মোহামেডানের হয়ে রাজু আহমেদ, নাইজেরিয়ান তারকা এমানুয়েল সানডে এবং অধিনায়ক সুলেমান দিয়াবাতে একটি করে গোল করেন। রহমতগঞ্জের হয়ে এক গোল শোধ দেন আগের ম্যাচের ‘ডাবল হ্যাটট্রিকম্যান’ ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটেং।
বাংলাদেশ প্রিমিয়ার লীগে দুর্দান্ত ফর্ম দেখানো মোহামেডানকে ফেডারেশন কাপে যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না। গ্রুপ পর্বে রহমগঞ্জের কাছে হার দিয়ে শুরু। এরপর গত মঙ্গলবার দেশি ফুটবলারদের নিয়ে গড়া আবাহনীর কাছেও হেরেছে তারা। তবে লীগের ম্যাচে ভিন্ন এক মোহামেডানের দেখা মিলছে। সেই ধারাবাহিকতা বজায় ছিল গতকালও। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে টেবিলের শীর্ষ দুই দল মোহামেডান-রহমতগঞ্জের লড়াই । স্বাভাবিকভাবেই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচ দেখার প্রত্যাশা ছিল কুমিল্লার দর্শকদের। হয়েছেও তাই। তবে আলফাজ আহমেদের কৌশলের কাছে হার মানতে হয়েছে পুরানো ঢাকার দলটিকে। যদিও ম্যাচে প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিট মোহামেডানের সব আক্রমণ আটকে যাচ্ছিল রহমতগঞ্জের রক্ষণে। ম্যাচে মোহামেডান লিড নেয় প্রথমার্ধের যোগ করা সময়ে। মেহেদী হাসান মিঠুর ক্রসে দৌড়ে এসে রাজু আহমেদ জিসান বক্সে ঢুকে গোলরক্ষকের উপর দিয়ে বল জালে জড়ান। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে পেনাল্টি পায় রহমতগঞ্জ। বোয়েটেংকে ধাক্কা দেন মুজাফফরভ। রেফারি স্পট কিকের বাঁশি বাজালে তা থেকে নাবীব নেওয়াজ জীবনের জোরালো শট জাল কাঁপাতে পারেনি। তার আগে ডান দিকে ঝাঁপিয়ে মোহাম্মদ সুজন আটকে দেন।
বিরতির পর খেলা আরও জমে ওঠে। মোহামেডান আক্রমণের ধার বাড়িয়ে গোলও আদায় করে নেয়। ম্যাচের ৬৪তম মিনিটে ব্যবধান বাড়ায় মোহামেডান। আরিফের ডান প্রান্তের ক্রস প্লেসিং করে জালে জড়ান দিয়াবাতে। চার মিনিট পর মোহামেডান তৃতীয় গোলের দেখা পায়। বক্সে ঢুকে ইমানুয়েল সানডে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান। ৮৬ মিনিটে রহমতগঞ্জ ম্যাচে ফেরার কিছুটা ইঙ্গিত দেয়। স্যামুয়েল বোয়েটেং বক্সে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে নিঁখুতভাবে নিশানাভেদ করেন (৩-১)। লীগে এটি তার ১১তম গোল। তবে বাকি সময়টুকু মোহামেডান লিড ধরে রেখেই জয় নিশ্চিত করে। এরই সঙ্গে ফেডারেশন কাপে হারের বদলাও নিলো মোহামেডান। এ জয়ে ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে মোহামেডান। দ্বিতীয় হারের স্বাদ পাওয়া রহমতগঞ্জ ১৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুই নম্বরে।
এদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। গোপীবাগের দলটির হয়ে এলিটা কিংসলে, রহমত মিয়া, সাজ্জাদ হোসেন ও সেনেগালের মিডফিল্ডার শেক সেসে গোল চারটি করেন। ওয়ান্ডারার্সের হয়ে এক গোল শোধ দেন আবু সুফিয়ান। এই জয়ে সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনীকে পেছনে ফেলে তৃতীয়স্থানে উঠে এসেছে ব্রাদার্স। সমান ম্যাচে মাত্র চার পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে রয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে পুলিশকে ১-১ গোলে রুখে দিয়েছে দশজনের ফর্টিজ এফসি। মোর্শেদুল ইসলামের গোলে পুলিশ এগিয়ে থাকলেও ম্যাচের অন্তিম সময়ে পিয়াস আহমেদ নোভার গোলে হার এড়িয়ে ড্র করে ফর্টিজ। এই ড্রয়ে সাত ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ফর্টিজ এফসি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে পরের স্থানেই পুলিশ।