ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

নবীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
১১ জানুয়ারি ২০২৫, শনিবার
mzamin

হবিগঞ্জের নবীগঞ্জে দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. খালেদ মহসীনের নেতৃত্বে ১৩ জন চিকিৎসক ১৫৮০ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেছেন। গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মহাসড়কের নিকটবর্তী আউশকান্দি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ ফ্রি মেডিকেলসেবা প্রদান করা হয়। ব্যতিক্রম চিকিৎসাসেবা পেয়ে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত রোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। গ্রেটার নবীগঞ্জ এসোসিয়েশন ইউকের উদ্যোগে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট, ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন, সিলেট ইনস্পেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। চিকিৎসাসেবায় অংশ নেন সিলেট এমজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. এসএম হাবিবুল্লাহ হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বদরুল আমিন, মেডিসিন ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল মুয়ীদ রবিন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহসিন মামুন, সিলেট এমজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. খুর্শেদা তাহমীন, আল হারমাইন হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. শাহনাজ রহমান চৌধুরী, অর্থপেডিক সারজন ডা. চৌধুরী ফয়জুর রহামন রব জুবায়ের, সিলেট এমজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাক নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন চৌধুরী, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. জমির আলী, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জাহান আহমদ পরাগ, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. ধ্রুবজৌতি রায়, বিশিষ্ট চক্ষুরোগ বিশেজ্ঞ ডা. সৈয়দ জাফরুল হোসাইন। চিকিৎসাসেবায় প্রত্যন্ত অঞ্চলের রোগীদের অংশ নেয়ার জন্য ৬ই জানুয়ারি থেকে ৯ই জানুয়ারি পর্যন্ত মাইকিং করে প্রচার ও বিপুল পরিমাণ লিফলেট বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পের তত্ত্বাবধায়ক নবীগঞ্জ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদককে এডভোকেট আবুল ফজল বলেন, সিলেট বিভাগে এত বড় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে কিনা জানি না। প্রত্যন্ত অঞ্চলের রোগীরা তাদের স্বপ্নের চিকিৎসক পেয়ে খুবই আনন্দিত। বিশাল কর্মযজ্ঞ পরিচালনায় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ব্যতিক্রমী আয়োজন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পরিদর্শন করেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status