ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নবীগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
১১ জানুয়ারি ২০২৫, শনিবারmzamin

নবীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে অভিযান পরিচালিত হয়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুর রহমান তার অন্যতম সহযোগী রমাকান্ত গোঁফকে গতকাল সকালে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বানিয়াচং সেনা ক্যাম্প। অভিযানে সিগনেচার বড় ৭৫০ এমএল, সিগনেচার ছোট ৫০০ এমএল, রয়েল ৫০০ এমএল ২টি, ওল্ড মন্ড ১০০০ এমএল ২টি, ৫০০ এমএল ব্লাঞ্চার, বাংলা ১৩৫০ ব্যারেল লিটার, ৭টি স্মার্ট ফোন, ৫টি পাসপোর্ট, নগদ ২৬ হাজার ৩০১ টাকা, জাল নোট, মদ বিক্রির প্লাস্টিকের খালি বোতল ৭০০টি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শফিকুর রহমান (২৯) নবীগঞ্জ পৌর এলাকার ০৯নং ওয়ার্ডের মোসবীর রহমানের পুত্র ও রমাকান্ত গোঁপ (৩৫) মৌলভীবাজার সদর উপজেলার খলিরপুর গ্রামের মৃত রবীন্দ্র কুপ ঠাকুরের পুত্র। স্থানীয়রা সেনাবাহিনীর বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তারা মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের আরও অভিযান পরিচালনার আহ্বান জানান।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status