খেলা
প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজারের ক্লাবে তামিম
স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবারফরচুন বরিশালের ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারের খেলা চলছে। রংপুর রাইডার্সের স্পিনার শেখ মেহেদীর করা ওভারের শেষ বলটিকে স্ট্রেইট ড্রাইভে চার মারলেন তামিম ইকবাল। বল বাউন্ডারিতে পৌছাতেঁই স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বরিশালের এই অধিনায়ক। আর সেটাও প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে।
প্রায় ১৭ বছরের ক্যারিয়ারে ২৭১ ইনিংস খেলে ৮ হাজার রান পূর্ণ করলেন তামিম। তামিম ছাড়া পুরো বিশ্বে আরও ৩৩জন ব্যাটারের স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮ হাজার রান আছে। ইনিংসের হিসেবে তামিমের চেয়ে দ্রুত ৮ হাজার রান করেছেন বিশ্বের সাত জন ব্যাটার। সবচেয়ে কম ২১৩ ইনিংস খেলে রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫২টি ফিফটির সঙ্গে ৪টি সেঞ্চুরি করেছেন তামিম। ২০১৯ সালের বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা ১৪১ রানের ইনিংসটি ক্যারিয়ার সেরা। এই সংস্করণে বাংলাদেশের আর কোনো ব্যাটারের চল্লিশটি ফিফটি নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪টি ফিফটি মুশফিকুর রহিমের। এছাড়া তিনটি সেঞ্চুরিও নেই আর কোনো বাংলাদেশি ব্যাটারের। নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয়ের আছে সমান দুটো করে সেঞ্চুরি। রানের হিসেবে এই সংস্করণে তামিমের পরে সাকিব আল হাসান। ৪০৮ ইনিংসে তার সংগ্রহ ৭ হাজার ৪৩৮ রান। এছাড়া পাঁচ হাজারের বেশি রান রয়েছে মাহমুদউল্লাহ (৬ হাজার ৯০) ও মুশফিকুর রহীমের (৫ হাজার ৮৮২)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুরুতে কিছুটা সময় নিচ্ছিলেন তামিম। প্রথম ১২ বলে তার ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। পঞ্চম ওভারে শেখ মেহেদি হাসানকে জোড়া চার হাঁকিয়ে খোলস ছেড়ে বের হন তিনি। এরপর ইফতিখার আহমেদের দুই বল লং অন দিয়ে ছক্কায় ওড়ান তামিম। দুই বলের মাঝে চিরচেনা ইনসাইড আউট শটে এক্সট্রা কভার দিয়ে মারেন বাউন্ডারি। ইনিংসটি অবশ্য বড় করতে পারেননি তিনি। কামরুল ইসলাম রাব্বির শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে তিনি। ৪ চার ও ২ ছক্কায় ৩৪ বলে ৪০ রান।