ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ রজব ১৪৪৬ হিঃ

অনলাইন

নিজ্জর-হত্যায় অভিযুক্ত চার ভারতীয়কে জামিন দিল কানাডার আদালত

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৫:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

খলিস্তানপন্থী সন্ত্রাসবাদী হরদীপ সিং  নিজ্জরকে খুনের ঘটনায় অভিযুক্ত চার ভারতীয়কে জামিন দিল কানাডার আদালত।  অভিযুক্তেরা সকলেই ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূত। করণ ব্রার, অমনদীপ সিং, কমলপ্রীত সিং ও করণপ্রীত সিং-কে খুন ও ষড়যন্ত্রের মামলায় গ্রেফতার করেছিল সেদেশের পুলিশ। গত বছরের মে মাসে তারা গ্রেফতার হয়। অবশেষে বছর ঘুরতেই জামিন পেলেন সেই চার অভিযুক্ত। বৃহস্পতিবার সেদেশের শীর্ষ আদালতের সংশ্লিষ্ট বিচারপতি এই আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে, আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ ফেব্রুয়ারি। আদালত সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত চারজনের মধ্যে তিনজনই আদালতে ভার্চুয়াল মাধ্যমের দ্বারা উপস্থিত হন এবং শুনানিতে অংশ নেন। চতুর্থ জনের হয়ে আদালতে সওয়াল করতে উপস্থিত ছিলেন তাঁর আইনজীবী। এই মামলার শুনানি চলাকালীন বৃটিশ কলম্বিয়া আইন বিভাগের এক আধিকারিক আদালতকে জানান, যখন মূল মামলার শুনানি শুরু হবে, সেই সময় তাঁদের পক্ষ থেকে কিছু প্রি-ট্রায়াল মোশন পেশ করা হবে। কিন্তু, সেই প্রি-ট্রায়াল কত দিন ধরে চলবে, সেই বিষয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি ওই আধিকারিক। গত বছরও একাধিক বার প্রাদেশিক আদালতে হাজির করানো হয় তাঁদের। তাঁদের বিরুদ্ধে খুন এবং খুনের পরিকল্পনার মতো একাধিক অভিযোগ রয়েছে। গত বছর নভেম্বর মাসে প্রাথমিক তদন্ত ছাড়াই ‘সরাসরি বিচারপ্রক্রিয়া’ শুরু করার নির্দেশ দেয় কানাডা সরকার। তখনই স্থির হয়, প্রাদেশিক আদালতের পরিবর্তে বৃটিশ কলম্বিয়া শীর্ষ আদালতে ওই মামলার বিচার হবে। এর পর ১৮ নভেম্বর অভিযুক্তদের ভার্চুয়ালি আদালতে হাজির করানো হয়েছিল। কথা ছিল, ২০২৫ সালের শুরুতেই পরবর্তী শুনানি হবে। তার আগেই জামিন পেলেন চার অভিযুক্ত।  ইদানীংকালে কানাডায় ভারতবিরোধী খলিস্তানপন্থীদের  রমরমা বেড়েছে। শুধু তাই নয়, জাস্টিন ট্রুডোর সরকার লাগাতার এই খলিস্তানিদের সমর্থন করে গিয়েছে। ফলত, ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক ক্রমেই তলানিতে ঠেকেছে।

সূত্র :ইন্ডিয়া টুডে

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

অনলাইন সর্বাধিক পঠিত

১০

সহযোগীদের খবর/ হাসিনাকে রেখেই এগোবে ভারত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status