ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

অনলাইন

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশির মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ৮ জানুয়ারি ২০২৫, বুধবার, ১০:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র গুলিতে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. সাইদুল ইসলাম (২৫)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্তবর্তী গামাতলা গ্রামের মো.জয়নাল আবেদীনের ছেলে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গামাতলা নামক সীমান্ত পিলার ১২০৯ দিয়ে নিহত সাইদুল ইসলাম সহ দুই তিনজন যুবক ভারতের ভিতরে অনুপ্রবেশ করে। এসময় করাইগড়া বিএসএফ ক্যাম্পের একটি টহল দলের সামনে পড়লে তাদের ধাওয়া করে।একপর্যায়ে তাদের গুলি করলে সাইদুল ইসলাম পেটে এবং বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে এখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে  মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মো. শফিকুর ইসলাম জানান, হাসপাতালে আসার পূর্বেই গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের পেটে এবং বুকে গুলি লেগেছে।

সুনামগঞ্জ- ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক 
একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়েছি ভারতীয় বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্হলে অতিরিক্ত বিজিবি এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তিনি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) সকালে ঘটনাস্হলে দুই দেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পর গুলি করার কারণ জানা যাবে। বর্তমানে এ সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পাঠকের মতামত

সে দিন দেখলাম,ভারতীয় কয়েকজন আমাদের দেশে অবৈধ ভাবে প্রবেশ করেছে। এদের আবার বাংলাদেশের সীমানায় ছেড়ে দিয়ে গুলি করে হত্যা করা হউক। ২য়,সীমান্ত এলাকায় যাদের বসবাস তাদের ট্রেনিং দিয়ে একে৪৭ অথবা ক্লাসিংকপ রাইফেল দেওয়া হউক। আমরা কি বাল ফালাই,জানি ওরা শক্তি কিন্তু আমরা তো প্রায় বিশ কোটি। খাসিয়ারাও আমাদের হত্যা করে। এই দেশ বাংলাদেশের জনসাধারণের দুশমন।

labu miah
৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২:৫৮ অপরাহ্ন

নির্লজ্জের দল এত কিছুর পরে ও তোদের লজ্জা হয় না কেন ??আর ডুকবি অবৈধভাবে অন‍্যদের দেশে

আরিয়ান ইউ এস
৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১২:০১ পূর্বাহ্ন

আন্তর্জাতিক আদালতে কসাই মোদির বিরুদ্ধে হত্যার মলা করা উচিৎ।

Matinur Chowdhury
৮ জানুয়ারি ২০২৫, বুধবার, ১১:২৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

১০

সহযোগীদের খবর/ হাসিনাকে রেখেই এগোবে ভারত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status