অনলাইন
নতুন নিয়োগ পাওয়া সদস্যদের শপথ স্থগিত করলো পিএসসি
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ৮ জানুয়ারি ২০২৫, বুধবার, ৯:২৮ অপরাহ্ন
সদ্য নিয়োগ পাওয়া সদস্যদের শপথ গ্রহণ স্থগিত করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে শপথ স্থগিত করতে চিঠি পাঠিয়েছে পিএসসি।
এই চিঠিতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা সংক্রান্ত জরুরি কাজের জন্য নবনিয়োগপ্রাপ্ত সদস্যবৃন্দের শপথ গ্রহণের পূর্ব নির্ধারিত ৯-০১-২০২৫ তারিখ স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, গত ২রা জানুয়ারি সরকার পিএসসিতে ৬ জন সদস্য নিয়োগ দেয়। তারা হলেন- অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান। এর আগে দুই ধাপে পিএসসিতে ৮ জন সদস্য নিয়োগ দিয়েছিল সরকার।
এদিকে গণঅভ্যুত্থানের স্পিরিট বজায় রাখতে পিএসসির তিন সদস্যের শপথ না দিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এই তিন সদস্য হলেন ডা. সৈয়দা শাহিনা সোবহান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ ও ড. মো. মিজানুর রহমান। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বরাবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে জালাল আহমদ ও আল আমিন মীরা লিখিত আবেদন করেন। এতে বলা হয়, সম্প্রতি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের তিনজন দোসরকে পিএসসির সদস্য নিয়োগ দেয়া হয়েছে।
দেশে ১৮ কোটি মানুষ। আর সরকার লোক পায় না। আওয়ামী লীগের দোসর সুবিধাভোগীদের খুঁজে বাহির করে। কারা এসব মনোনয়ন করে তাদের নাম প্রকাশ করা হোক। জনতার আদালতে তাদের বিচার করা দরকার। এরা মূলতঃ জনতার মঞ্চের লোক।