প্রবাস
বাংলাদেশের মানুষের নিরাপত্তা চেয়ে বৃটিশ প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
(৪ সপ্তাহ আগে) ১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৯:৩৬ অপরাহ্ন
বাংলাদেশে মবজাস্টিস, ধর্মীয় উগ্রবাদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন ও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তার দাবি জানিয়ে বৃটিশ প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারক লিপি দিয়েছে ‘এনআরবি রাইট ইন্টারন্যাশনাল ইউকে’ নামের একটি মানবাধিকার সংগঠন। ১৭ই ডিসেম্বর মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস ১০নং ডাউনিং ষ্ট্রীটে স্মারকলিপিটি পৌঁছে দেন সংগঠনের প্রেসিডেন্ট আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সেক্রটারী শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, ইয়াছিন সুলতানা পলিন ও কিটন শিকদার।
স্মারকলিপিতে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টার এর প্রতিবেদন মানবাধিকার কর্মী এবং নির্যাতিত মানুষের উদ্বৃতি উল্লেখ করা হয়। স্মারকলিপিতে বলা হয়, উগ্রবাদিরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষদের। এমন অবস্থাতে পুলিশও কোন মামলা বা সহযোগিতায় সঠিক ভূমিকা পালন করতে পারছে না। নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিকভাবে স্তিমিত করে রাখা হয়েছে।
রাজনৈতিক অস্থিরতায় সকল কর্মকান্ডে পতিত সরকারের ও দলের হাত রয়েছে, তারা এখন আবার ছাত্রদেরকে গুম,খুন করছে এবং তারা ভারতের সাহায্য পাচ্ছে।