প্রবাস
মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ যুক্তরাজ্য বিএনপির
আরিফ মাহফুজ , লন্ডন থেকে
(১ মাস আগে) ১৬ ডিসেম্বর ২০২৪, সোমবার, ২:৩১ অপরাহ্ন
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে যুক্তরাজ্য বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টাসহ যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।
এসময় শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি করেন তারা। পাশাপাশি দেশের সকল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান নেতাকর্মীরা।