ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রজব ১৪৪৬ হিঃ

অনলাইন

১ বিলিয়ন ডলার দিলেই মিলবে দ্রুত পারমিট, ঘোষণা ট্রাম্পের

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২:৫৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৮ অপরাহ্ন

mzamin

যে কোনও ব্যক্তি বা সংস্থা যিনি ১ বিলিয়ন ডলার  অর্থ বিনিয়োগ করবেন আমেরিকায়, তাঁকে দ্রুত অনুমতি ও পারমিট দিয়ে দেওয়া হবে। এমনকী, পরিবেশগত সম্মতির ক্ষেত্রেও তা সীমাবদ্ধ থাকবে না। প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প। যদিও তিনি দ্রুত-ট্র্যাক অনুমোদনের জন্য কে যোগ্য হবেন তা নির্দিষ্ট করেননি। তবে  প্রাকৃতিক গ্যাস পাইপলাইন, রপ্তানি টার্মিনাল, সৌর খামার এবং অফশোর উইন্ড টারবাইন সহ শক্তি প্রকল্পগুলি বিলিয়ন ডলারের মানদণ্ড পূরণ করতে পারে। ইউএস ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসি অ্যাক্ট (NEPA) অনুযায়ী, পাইপলাইন এবং হাইওয়ের মতো কোনো জ্বালানি বা অবকাঠামো প্রকল্প অনুমোদন করার আগে সরকারি সংস্থাগুলিকে পরিবেশগত প্রভাব মূল্যায়ন করতে হবে। ট্রাম্পের ঘোষণা এমন কোম্পানিগুলির জন্য একটি আশীর্বাদ হিসাবে আসবে যারা এই জাতীয় মূল্যায়ন সংক্রান্ত বিলম্বের বিষয়ে দীর্ঘকাল অভিযোগ করেছে। টেক বিলিয়নেয়ার ইলন মাস্ক, যার ইভি কোম্পানি টেসলার বিরুদ্ধে সাম্প্রতিক অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবেশগত নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, তিনি ট্রাম্পের ঘোষণার প্রশংসা করেছেন। 

আমেরিকান পরিবেশ সংস্থাগুলি অবশ্য   ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা করেছে এবং বলেছেন  যে এটি NEPA বিধি লঙ্ঘন করেছে । এভারগ্রিন অ্যাকশন, একটি ওয়াশিংটন-ভিত্তিক পরিবেশগত গ্রুপ, বলেছে, "অনুমোদনের প্রক্রিয়ায় কারচুপি করা হচ্ছে  যাতে শুধুমাত্র ধনী কর্পোরেশনরাই উপকৃত হয়। ট্রাম্প নির্দ্বিধায় এবং আক্ষরিক অর্থে আমেরিকাকে সর্বোচ্চ কর্পোরেট দরদাতার কাছে বিক্রি করার প্রস্তাব দিচ্ছেন। 'সংস্থাটির দাবি, ট্রাম্পের পরিকল্পনাটি স্পষ্টতই বেআইনি, যা আমেরিকান জনগণকে বিপদে ফেলবে। এদিকে, প্রাকৃতিক সম্পদ প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান  নীতি বিষয়ক অ্যাডভোকেসি অফিসার আলেকজান্দ্রা অ্যাডামস বলেছেন, ট্রাম্পের সতর্ক হওয়া উচিত যে তিনি কী চান। যদি কেউ মার-এ-লাগোর পাশে একটি বর্জ্য ইনসিনেরেটর বা বেডমিনস্টার গল্ফ কোর্সের পাশে একটি কয়লা খনি তৈরি করতে চায় তাহলে কী হবে?'

সূত্র:  ইন্ডিয়া টুডে

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

১০

সহযোগীদের খবর/ হাসিনাকে রেখেই এগোবে ভারত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status