ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

বাংলাদেশি ৭৯ জেলে-নাবিকসহ দু’টি ফিশিং বোট ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড

বাগেরহাট প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার

সুন্দরবন উপকূলের বাংলাদেশের সমুদ্রসীমা থেকে মাছ ধরার সময় ৭৯ জেলে-নাবিকসহ দু’টি ফিশিং বোট ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। সোমবার দুপুরে ধরে নিয়ে যাওয়া অত্যাধুনিক এই ফিশিং বোট দু’টি হলো এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। এ বিষয়ে সামুদ্রিক মৎস্য দপ্তরে বিষয়টি লিখিতভাবে জানিয়েছে বোট দু’টির মালিকপক্ষ। এফভি মেঘনা-৫ এ নাবিকসহ ৩৭ জন ও এফভি লায়লা-২ নাবিকসহ ৪২ জন জেলে রয়েছে। কী কারণে এই ফিশিং বোট নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়টি জানাতে পারেনি ফিশিং বোট কর্তৃপক্ষ। তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সমুদ্রের কোন এলাকা থেকে ফিশিং বোট দু’টি ধরে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে সরকারি কোনো কর্তৃপক্ষ তথ্য জানাতে পারেনি। বাংলাদেশ মেরিন ফিশারিজ এসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ মেরিন ফিশারিজ এসোসিয়েশন অফিস সেক্রেটারি আবিদ হাসান সাংবাদিকদের জানান, বাংলাদেশের সমদ্রসীমার খুলনা অঞ্চল থেকে ভারতীয় কোস্ট গার্ড ধরে নিয়ে যাওয়া এস আর ফিশিং কোম্পানির এফভি লায়লা-২ ফিশিং বোটটির মালিক সিদ্দিকুর রহমান। আর সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড কোম্পানির এফভি মেঘনা-৫ ফিশিং বোটের মালিক এম এ ওয়াহেদ। সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আনসারুল হক জানান, মঙ্গলবার সকালে বোটের নাবিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা জানিয়েছে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশি ফিশিং বোট দু’টিকে ভারতের উড়িষ্যার দিকে নিয়ে যাচ্ছে। 

বিষয়টি আমরা দেশের যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি। নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মাকসুদ আলম জানান, তিনি বিষয়টি জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখে তারা ব্যবস্থা নেবেন। সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক মো. আবদুস ছাত্তার জানান, আমি বিষয়টি সম্পর্কে এখনো অবগত নই। খবর নিয়ে জানাতে পারবো। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, তিনি মিডিয়ার মাধ্যমে এ ঘটনা শুনেছেন। কোনো চিঠি বা অভিযোগ পাননি। অভিযোগ না পেলে ঘটনাটি কোন লোকেশনে ঘটছে তাও আমরা জানতে পারছি না।

পাঠকের মতামত

আমদের কোস্টগার্ড দের সচেতন ওঁ শক্তিশালী ভুমিকা নেয়া উচিৎ। একটা জাহাজ ১৯ জন লোক সহ নিয়ে গেল, কোস্ট গার্ড, নৌবাহিনী কি করল? আমাদের সিমান্তে ইন্ডিয়ান security force আমাদের লকজন মেরে চলে যায়। আমদের বর্ডার গার্ড রা কি করে? তাই BGB কে আরও শক্ত ভুমিকা নিতে হবে।

Muhammad Hussain
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১০:৩১ পূর্বাহ্ন

এহেন ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।

জাকির হোসেন মিলন
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১:০৭ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status