বাংলারজমিন
মৌলভীবাজারে চা শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১১ ডিসেম্বর ২০২৪, বুধবারমৌলভীবাজার সদর উপজেলায় এনটিসির একমাত্র চা বাগানে প্রায় ১৪ সপ্তাহ থেকে বেতন ও কাজ বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন চা শ্রমিকরা। তাদের এমন অসহায়ত্বে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ফ্রান্সের প্যারিসভিত্তিক সংগঠন ‘লাইফ’র অর্থায়নে ও স্যোশাল এইডের সার্বিক সহযোগিতায় ৪৪০ জন চা শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গতকাল সকালে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগানের ৪৪০ জন চা শ্রমিকদের মাঝে প্রত্যেককে ২৫ কেজি চাল, ৩০টি ডিম, ৫ লিটার সয়াবিন তেল, ১ কেজি গুঁড়া দুধ, ৫ কেজি আলু, ৩ কেজি মসুরির ডাল, ২ কেজি পিয়াজ, ১ কেজি রসুন, ২ কেজি লবণ, ৪ প্যাকেট বিস্কুট, আধাকেজি করে মরিচ ও হলুদগুঁড়াসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ, চা বাগানের ব্যবস্থাপক সৈয়দ মো. হোসাইন উদ্দিন সেলিম, স্যোশাল এইডের নির্বাহী কর্মকর্তা মো. ইছহাক, লাইফ প্রতিনিধি মি. ভার্জিল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্যারিসভিত্তিক সংগঠন লাইফ, স্যোশাল এইড, ম্যাক বাংলাদেশের কর্মী ও চা বাগান পঞ্চায়েত সংশ্লিষ্টরা।