খেলা
কোচরা তো সবকিছু বলে দেবে না, মিরাজদের সালাহউদ্দিন
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৩:৫১ অপরাহ্ন
![mzamin](uploads/news/main/139352_Partha 3.webp)
সেন্ট কিটসে সিরিজ বাঁচাতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৫ উইকেটে হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে টাইগাররা। আজ ম্যাচের আগে শিষ্যদের দীর্ঘক্ষন অনুশীলন করিয়েছেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। কথা বলেছেন দল নিয়ে।
প্রথম ওয়ানডেতে ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করেও ৩০০ রান ছুঁতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ওভারের অর্ধেকের বেশি বলই ডট খেলেছে মিরাজরা। এ ব্যাপারে দ্বিতীয় ওয়ানডের আগে সিন্ট কিটসে সাংবাদিকদের সালাহউদ্দিন বলেন, ‘সবকিছু তো কোচরা বলে দেবে না। উইকেট খারাপ হলে কিভাবে ব্যাট করা উচিত সেটা বাইরে থেকে বলে দেয়া যায় না। সে তখন সিদ্ধান্ত নেবে কিভাবে খেলা উচিত, এই উইকেটে কত রান করা উচিত। এই জিনিসগুলোতে আরেকটু উন্নতি করতে পারলে খেলোয়াড়রা ভালো করবে।’ ডেথ ওভারে টাইগারদের ব্যাটিং উন্নতি করা দরকার মনে করে কোচ বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী গতকাল ছেলেরা ভালো ব্যাট করেছে। আমাদের শেষের দিকের ওভারে হয়তো দুই-এক করে রান এসেছে। সেই দুই ওভার কাজে লাগিয়ে ২০ রান বেশি করতে পারতাম।’
পাঠকের মতামত
দয়া করে জাতীয় দল নিয়ে তামাশা বন্ধ করুন। তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ মানের মিরাজ তাও আবার অধিনায়ক (!!!), অফ ফর্মের লিটন, অধারাবাহিক সৌম্য, নড়বড়ে মিডল অর্ডার নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট হয় না. সম্ভব হলে সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম কে ফেরান নতুবা যুব টিম থেকে মেধাবী ধারাবাহিক পারফর্মার নিন.