খেলা
ফিফপ্রো বিশ্বসেরা একাদশে ৬ জনই মাদ্রিদের, জায়গা হয়নি মেসির
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২:৫৬ অপরাহ্ন
১৭ বছর পর আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসিকে ছাড়াই প্রকাশিত হলো ফিফপ্রোর বিশ্বসেরা একাদশ। স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে একাদশে উঠে এসেছেন ৬ জন। জায়গা পেয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির ৪ ফুটবলার।
২০০৬ থেকে টানা ১৭ বছর ফিফপ্রোর বিশ্বসেরা একাদশে মেসির নাম মুখস্ত হয়ে গিয়েছিল দর্শকদের। এবার সেই রীতি ভাঙলো। তালিকায় জায়গা হয়নি মেসির চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোরও। ২৬ জনের প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়ে কিছুদিন আগেই হয়েছিলেন শিরোনামে এসেছিলেন এই দুই ফুটবলার। ইউরোপের বাইরে থেকে জায়গা পেয়েছিলেন কেবল এই দুজনই। একাদশে আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটির ফুটবলাররা।
পুরুষদের বিশ্বসেরা একাদশ:
গোলকিপার: এডারসন (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)
ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন), ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
মিডফিল্ডার: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইন (ম্যান সিটি, বেলজিয়াম), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), রদ্রি (ম্যান সিটি, স্পেন)
ফরোয়ার্ড: আর্লিং ব্রুট হালান্দ (ম্যান সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)