বাংলারজমিন
গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে মা-মেয়ে নিহত
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
(১ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৩:৩৬ অপরাহ্ন
গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আট মাসের শিশুসহ মারা গেছেন এক মা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সোমবার সকালে তাঁদের গুরুতর অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান।
গাজীপুরের জয়দেবপুর জংশন রেল স্টেশনের রেল পুলিশের সাব-ইন্সপেক্টর সেতাবুর রহমান জানান, নিহত মায়ের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। শিশুর বয়স সাত-আট মাসের মতো। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। গাজীপুর জেলা পুলিশের ডিআইও-১ আবুল বাশার জানান, শ্রীপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হলে নেয়ার পথেই তারা মারা যান।