বাংলারজমিন
মানিকগঞ্জে বিএনপি’র উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
৯ ডিসেম্বর ২০২৪, সোমবারবিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা। গতকাল সকালে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় লাল দল ও সবুজ দলের মধ্যকার খেলায় সবুজ দল জয় পায়।
সবুজ দলের পক্ষে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মোরশেদ আলী খান সুমন ৩১ বলে ৫৭ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলায় গোলাম কিবরিয়া সাঈদ, এডভোকেট আজাদ হোসেন খান, আব্দুস সালাম, কাজী মোস্তাক হোসেন দিপু, জাহাঙ্গীর আলম বিশ্বাস, আসাদুজ্জামান দোলন, আবুল বাশার, ওহিদুল ইসলাম বিশ্বাস লোটাস, আসাদুজ্জামান আসাদ, আতিক ফরিদ, মাসুদ রায়হান, রনি, আনিসুর রহমান ফরহাদ, রিপন আনসারীসহ সাবেক ক্রিকেটাররা উভয় দলে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএ কবীর জিন্নাহ, সহ-সভাপতি এডভোকেট আজাদ হোসেন খান, যুগ্ম সম্পাদক সত্যেন-কান্ত পণ্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সাবেক ফুটবলার মোশারফ বাদল, সাবেক ক্রিকেটার আঞ্জুম খান প্রমুখ। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা। এ সময় তিনি ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিদের ক্রীড়াঙ্গনকে সচল রাখার আহ্বান জানান।