ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব ১৪৪৬ হিঃ

শেষের পাতা

দেশ এখনো এক অজানা অবস্থার মধ্যে আছে

রাজবাড়ী প্রতিনিধি
৮ ডিসেম্বর ২০২৪, রবিবারmzamin

বিশিষ্ট লেখক, চিন্তক ও গবেষক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, গত আগস্ট মাসে বাংলাদেশে যে পরিবর্তন হলো তার পেছনে অনেক মানুষের রক্ত,  অনেক মানুষের অশ্রু, অনেক মানুষের আত্মত্যাগ ছিল। যেটার হয়তো কোনো প্রয়োজনই হতো না, যদি আমরা ১৯৭১ সালের আদর্শকে সত্যিকার অর্থেই বুঝতে পারতাম বা পালন করতে পারতাম। এই যে বিপুল মানবসম্পদ ধ্বংস হলো, মানুষের প্রাণ গেল, সবচেয়ে বড় কথা মানুষের বিশ্বাসের অপচয় হলো- এটা ভাবতেই মন দুঃখ ভারাক্রান্ত হয়ে ওঠে। শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে রাজবাড়ী সাহিত্য পরিষদের আয়োজনে ১১তম আসরের সাহিত্য বৈঠকে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

সলিমুল্লাহ খান বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ হিসেবে আমরা বলেছিলাম সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা। তা থেকে আমরা গত ৫০ বছরে ক্রমশ দূরে সরে গিয়েছি। এই ২০২৪ সালের মাঝামাঝি আমাদের তরুণ সমাজ বিশেষ করে মুষ্টিমেয় মানুষ খুশি হয়েছে রাজনৈতিক পরিবর্তনের কারণে। কিন্তু আমাদের দেশ এখন একটা অজানা অবস্থার মধ্যে আছে। আমরা শুধু আশা করতে পারি এ অবস্থায় আমাদের দেশের মত প্রকাশের, বাকস্বাধীনতার ও সাহিত্য সাধনার সুযোগ কমবে না বরং বাড়বে। কিন্তু গত ৫০ বছরে বাংলাদেশের সাহিত্যের যে অবস্থা ছিল, তা হলো অন্ধকার যুগ।

রাজবাড়ী সাহিত্য পরিষদের সভাপতি শিক্ষানুরাগী নাসিম শফির সভাপতিত্বে সাহিত্য বৈঠকে অন্যান্যের মধ্যে ফরিদপুর জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, রাজবাড়ী সাহিত্য পরিষদের সহ-সভাপতি ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, সহ-সভাপতি চৌধুরী আহসানুল করিম হিটু প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় এনডিসি নাহিদ আহমেদ, কবি খোকন মাহমুদ, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, রাজবাড়ীর নারী নেত্রী দেবাহুতী চক্রবর্তী, রাজবাড়ী সাহিত্য পরিষদের সহ-সভাপতি আতাউর রহমান, সাংবাদিক আবু মুসা বিশ্বাস, রাজবাড়ী সাহিত্য পরিষদের সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বজন, যুগ্ম সম্পাদক ইউসুফ বাসার আকাশ ও কোষাধ্যক্ষ আব্দুল হালিম বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মনে হয়ে বয়স কিংবা সার্বিক অবস্থা বুঝতে না পারার কারণে কথাবার্তায় ব্যালেন্সের অভাব দেখা যাচ্ছে।

আক্তার হোসেন
১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৮:০৭ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status