ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রজব ১৪৪৬ হিঃ

শেষের পাতা

ককপিটে দুই নারী কেবিন ক্রুকে যৌন হয়রানির ঘটনায় তোলপাড়, তদন্তে বিমান

শুভ্র দেব
৮ ডিসেম্বর ২০২৪, রবিবার

ঢাকা-চট্টগ্রাম-জেদ্দা ও জেদ্দা-সিলেট-ঢাকা এবং ঢাকা-মাসকট-ঢাকা ফ্লাইটে দু’জন নারী কেবিন ক্রু পাইলট কর্তৃক যৌন হয়রানির ঘটনায় তোলপাড় চলছে। বিশেষ করে ওই দুই ক্রু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হওয়াতে প্রতিষ্ঠানটিতে নানা আলোচনা-সমালোচনা চলছে। এ ছাড়া বিষয়টি গোটা এভিয়েশন সেক্টরেও  ছড়িয়ে গেছে। ঘটনার পরপরই ভুক্তভোগী কেবিন ক্রু’রা বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পরপরই বিমানের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি অভিযুক্ত ও অভিযোগকারী দু’পক্ষের শুনানি করছে। তদন্ত কমিটি বলছে, যদি অভিযোগের সত্যতা মিলে তবে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে এর আগেও অনেক নারী কেবিন ক্রু যৌন হয়রানির শিকার হয়েছেন। বেশির ভাগ ঘটনায় বিমানের পাইলটদের সম্পৃক্ততা মিলেছে। ককপিটের মতো সুরক্ষিত জায়গায় নারী সহকর্মীদের যৌন হয়রানির ঘটনা বিমানের ভাবমূর্তি রক্ষায় ব্যাপক প্রভাব পড়ছে। বিষয়গুলো জানাজানির পর অন্য নারী কেবিন ক্রু’রাও চিন্তিত। এ ছাড়া যৌন হয়রানির পরও অনেক কেবিন ক্রু মুখ খুলেন না। কারণ মুখ খুললে তাদের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়। পাইলটদের আধিপত্য চাকরি হারানোর শঙ্কায় থাকেন তারা। তাই অনেকে নীরবে এসব হয়রানি মেনে নেন। প্রতিবাদ করার সাহসও পান না। 
বিমান সূত্র জানায়, গত ১৪ই নভেম্বর বিমানের সিইও বরাবর এক পাইলটের বিরুদ্ধে যৌন হয়রানি এবং অপেশাদারমূলক আচরণের অভিযোগ করেন ফ্লাইট সার্ভিস উপ-বিভাগের এক কেবিন ক্রু। ওই অভিযোগে বলা হয়, গত ১০ই নভেম্বর বিজি-১৩৫ নম্বর ফ্লাইট (ঢাকা- চট্টগ্রাম- জেদ্দা) অপারেট করেন ওই নারী কেবিন ক্রু। এই ফ্লাইটে অপারেটিং পাইলট ছিলেন মুনতাসীর ও আবেদ। ফ্লাইটের মাঝামাঝি সময় তারা ওই নারী কেবিন ক্রুকে ককপিটে ডাকেন। কুশল বিনিময়ের একপর্যায়ে পাইলট আবেদ তার সঙ্গে অপেশাদারমূলক (ব্যক্তিগত) কথাবার্তা বলেন। পরবর্তীতে ককপিট দরজার সামনে তাকে একা পেয়ে জোরপূর্বক হ্যান্ডশেক করতে চান পাইলট আবেদ। পরে গত ১২ই নভেম্বর ফিরতি ফ্লাইটে (বিজি-২৩৬ জেদ্দা-সিলেট-ঢাকা) এই কেবিন ক্রুর ‘ওয়ার্কিং পজিশন’ ছিল সামনে। কাজের জন্য তাকে বেশ কয়েকবার ককপিটে যেতে হয়েছে। তখন পাইলট আবেদ কৌতুক শোনানোর ছলে তাকে বাংলা ব্যাকরণ (কারক, সমাস, লিঙ্গ পরিবর্তন) নিয়ে কথা বলেন। একপর্যায়ে আবেদ লিঙ্গ পরিবর্তন এবং নাড়াচাড়া করলে ধাতু বের হবে এই রকম কুরুচিপূর্ণ এবং অশ্লীল মন্তব্য করেছেন। একপর্যায়ে পাইলট আবেদ নানা রকম কুরুচিপূর্ণ এবং অশ্লীল মন্তব্য করেন। এ ছাড়া নোংরা দৃষ্টিতে তাকিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। ওই দিন রাতেই বিমানের এমডি ও সিইও বরাবর ইমেইলে পাইলট আবেদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন ওই নারী কেবিন ক্রু।

বিমান সূত্র জানায়, গত ৩রা নভেম্বর ঢাকা থেকে মাসকটগামী বিজি ৭২১ নম্বর ফ্লাইট ছেড়ে যায়। এই ফ্লাইটের পাইলট ছিলেন ইউসুফ মাহমুদ। তিনিও এক নারী কেবিন ক্রুকে ককপিটে ডেকে যৌন হয়রানি করেন। এ ঘটনায় গত ৭ই নভেম্বর বিমানের এমডি ও সিইও বরাবর অভিযোগ দিয়েছেন ওই নারী কেবিন ক্রু। লিখিত অভিযোগে ওই নারী জানান, মাসকটগামী ফ্লাইটে পাইলট ইউসুফ ওই নারী কর্মীকে ককপিটে ডেকে নিয়ে তার শরীর স্পর্শ করেন এবং জোর করে কমলা খাইয়ে দেন।

এর আগে ২০১৯ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০ জন পাইলটের বিরুদ্ধে ককপিটে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন একাধিক নারী কেবিন ক্রু। বিমানের জ্যেষ্ঠ পাইলট ইশরাত আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে গিয়ে তখন এসব তথ্য বেরিয়ে আসে। তবে এসব ঘটনায় দৃশ্যমান ব্যবস্থা নেয়নি বিমান। অথচ বিমানের ককপিটে পাইলটের সব সময় ফ্লাইট পরিচালনায় সতর্ক থাকতে হয়। অথচ সেখানে ওই ধরনের যৌন হয়রানির ঘটনা দুঃখজনক বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। আকাশপথে এই ধরনের কর্মকাণ্ড খুবই বিপজ্জনক। 

এভিয়েশন বিশেষজ্ঞ উইং কমান্ডার এটিএম নজরুল ইসলাম মানবজমিনকে বলেন, আমি মনে করি এটার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কারণ এরকম পরিবেশ হলে মেয়েরা কীভাবে কাজ করবে? সেবামূলক প্রতিষ্ঠানে ছেলে-মেয়ে সবারই কাজ করার অধিকার আছে। অভিযোগ মিথ্যা হতে পারে তবে সঠিকভাবে গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে।  অভিযোগ সত্য হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া উচিত। এ ছাড়া এ ধরনের ঘটনা কেন ঘটছে, কীভাবে ঘটছে এবং এটি কীভাবে বন্ধ করা যায় সেটা দেখতে হবে। প্রয়োজনে ক্যামেরা বসিয়ে দিতে হবে। তিনি বলেন, আগেও এমন ঘটনা ঘটেছে। কিছু ক্ষেত্রে সত্যতাও মিলেছে। আবার কিছু ক্ষেত্রে সত্যতা মিলেনি। মূল বিষয় হচ্ছে এসব ঘটনার কোনো প্রমাণ থাকে না। আমার কাছেও অনেক অভিযোগ আসছে। অনেক পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। মাসকটগামী ফ্লাইটের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান ও বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম মানবজমিনকে বলেন, যৌন হয়নারির ওই অভিযোগ নিয়ে তদন্ত চলছে। শুনানি পর্যায়ে আছে। দু’পক্ষের শুনানি করা হচ্ছে। আমরা বিষয়টিকে খুবই সিরিয়াসলি দেখছি। আশাকরি খুব দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবো।

পাঠকের মতামত

এসবের জন্যই পেলেন বাস্টো হচ্ছে আকাশে

Shuvro
৪ জানুয়ারি ২০২৫, শনিবার, ৭:৫৪ পূর্বাহ্ন

There should be rape and molestation cases against the Pilot and co-pilots.Those female crews did not report should also be charged with accessories to the rapes and molestation. Because their silence triggered the chain of abuses by the Pilots in the cockpit.

Mir
১ জানুয়ারি ২০২৫, বুধবার, ৬:৩৬ পূর্বাহ্ন

আকাশ পতে এই রকমের ন্যাক্কারজনক গঠনা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে আমার মনে হয় এই পাইলট গুলো কেনে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক

mizanur rahan
২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১২:৩৬ অপরাহ্ন

অপরাধীদের বিচার চাই। এমন স্পর্শকাতর জায়গায় নারী ক্রু না রাখলে মনে হয় খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়।

মুহাম্মদ ইসমাঈল বুখা
১৭ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৩:২৯ অপরাহ্ন

Need panishmennt

Nore Alam Siddiki
১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ১২:০৩ পূর্বাহ্ন

পাইলটের মত প্রেস্টিজিয়াস পেশায় চাকরী করেও এদের মন মানসিকতা (সব পাইলট অবশ্যই নয়) কত হীন নিচ ভাবতেই লজ্জায় মাথা হেট হয়ে যায়!

মোহাম্মদ আলী রিফাই
৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৭:৪৭ অপরাহ্ন

ককপিটে দুই নারী কেবিন ক্রুকে যৌন হয়রানির ঘটনায় তোলপাড়,তদন্তে বিমান নারী কেবিন ক্রু যৌন হয়রানির বিমানের তদন্ত রিপোর্ট হবে কোনো সত্যতা পাওয়া যায় নাই।বিমান এমন একটা সংস্থা টিকিট করতে গেলে সিট পাওয়া যায় না যখন বিমান ছেড়ে যায় তখন সিট খালি থাকে।পরিবারের সদস্য নিয়ে এটা চলে ফলাফল কেমন হয় সবার জানা।

আফজাল
৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৭:২১ অপরাহ্ন

অপরাধীদের বিচার অপরিহার্য।

Moshiur Rahman
৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৯:০৩ পূর্বাহ্ন

ককপিটে সিসি ক্যামেরা বসানো যেতে পারে।

ফারুকী
৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১:৪৭ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status