খেলা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
২ ডিসেম্বর ২০২৪, সোমবারনেপালের বিপক্ষে দারুণ এক জয় নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবারা। নিয়ন্ত্রিত বোলিংয়ে মূল কাজটা করে রেখেছিল বোলাররাই। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরারের ব্যাটিংয়ে জয় নিশ্চিত করতে খুব একটা বেগ পেতে হয়নি খুদে টাইগারদের। গতকাল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে নেপালকে ব্যাট করতে পাঠায় জুনিয়র টাইগাররা। ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেপাল। ওপেনার আকাশ ত্রিপাঠির ৪৩ ও অভিষেক তিওয়ারির ২৯ রানের ইনিংসে ভর করে ৪৫.৫ ওভারে ১৪১ রানেই গুটিয়ে যায় নেপালের ইনিংস। ইকবাল হোসেন, আল ফাহাদ ও রিজান হোসেন নেন দুইটি করে উইকেট। একটি করে উইকেট শিকার করেন অধিনায়ক তামিম, সাদ ইসলাম ও রাফিউজ্জামান। তবে ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার কালাম সিদ্দিকিকে হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। পরের উইকেটে জাওয়াদের সাথে অধিনায়ক তামিমের জুটিতেই জয়ের পথ তৈরি হয়ে যায় যুবা টাইগারদের। দুই ব্যাটার মিলে জুটি গড়েন ৯০ রানের। যুবরাজ খাত্রি জাওয়াদকে বিদায় করে এ জুটি ভাঙতে সক্ষম হন। চারে নামা শিহাব জেমসকেও এই স্পিনার ফেরান এক বল পরেই। দ্রুত দুই উইকেট হারিয়েও নিজেদের সামলে নেয় বাংলাদেশ। উইকেটরক্ষক ফরিদ হাসানের সাথে আরও ৪৩ রানের জুটি গড়েন দলের অধিনায়ক। তারপর আবারও জোড়া উইকেট নিয়ে বাংলদেশকে ধাক্কা দেন খাত্রি। ফরিদকে ফেরত পাঠানোর পরের বলে রিজান হাসানকেও আউট করেন এই স্পিনার। তবে ততক্ষণে জয়ের একদম দ্বারপ্রান্তে বাংলাদেশ। দেবাশিষকে নিয়ে বাকি কাজ শেষ করেন তামিম নিজেই। আগের ম্যাচে শতক হাঁকানো তামিম অপরাজিত থাকেন ৫২ রান করে। ৭২ বলের ইনিংসে অধিনায়কের চারের মার ছিল দুইটি এবং ছক্কা হাঁকান তিনটি। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন জাওয়াদ। ৬৫ বল খেলে হাঁকিয়েছেন পাঁচটি চার ও চারটি ছক্কা। ২৩ রান খরচ করে নেপালের স্পিনার খাত্রি শিকার করেন চারটি উইকেট।
আট দলের আসরে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়ে সেমির পথ পরিষ্কার করে রেখেছিল জুনিয়র টাইগাররা। নেপালের বিপক্ষে জয় দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমি নিশ্চিত করলো তারা। একই দিনে অন্য ম্যাচে আফগানদের বিপক্ষে জয় পেয়ে শ্রীলঙ্কাও কাটে সেমির টিকিট। ৩রা ডিসেম্বর লঙ্কানদের বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে জয় পাওয়া দল গ্রুপ সেরার মর্যাদা নিয়ে নামবে সেমিফাইনালে।