খেলা
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি
আইসিসিকে যে শর্ত দিলো পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
২ ডিসেম্বর ২০২৪, সোমবার চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে নাটকীয়তার যেন শেষ নেই। ভারত পাকিস্তানে যেতে চায় না, এতে ঝুলে আছে এই টুর্নামেন্টের ভাগ্য। এ নিয়ে আইসিসির সর্বশেষ সভা টেকেনি ১৫ মিনিটের বেশি। ভারত শুরু থেকে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের প্রস্তাব দিয়ে আসছে। পাকিস্তান এতদিন এ বিষয়ে না করলে এবার দুই শর্তে রাজি হচ্ছে! তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এমন অবস্থানের খবর দেওয়া হয়। খবরে প্রকাশ, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের ক্ষেত্রে দুটি শর্ত জুড়ে দিয়েছে পিসিব্তি(১) আইসিসির রাজস্ব আয় থেকে পিসিবির জন্য বরাদ্দ বাড়াতে হবে এবং (২) ২০৩১ সাল পর্যন্ত ভারত যতগুলো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পেয়েছে, সেগুলোও হাইব্রিড মডেলে হতে হবে।
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি হলে ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। তবে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ হবে পাকিস্তানে। ফাইনালের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। কিন্তু ভারত যদি ফাইনালে ওঠে, তাহলে লাহোরের পরিবর্তে আরব আমিরাতে খেলা হবে। আইসিসির বর্তমান আর্থিক মডেল অনুযায়ী, রাজস্ব আয় থেকে সবচেয়ে বেশি ৩৮.৫০% আয় পেয়ে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), যা বছরে ২৭৫০ কোটি টাকারও বেশি। পিসিবি পায় মাত্র ৫.৭৫%, যা বছরে ৪২৩ কোটি ৪০ হাজার টাকার মতো। কিন্তু হাইব্রিড মডেলের জন্য পাকিস্তানের শর্ত মানা হলে আইসিসি থেকে দেশটির জন্য রাজস্ব বরাদ্দ বাড়াতে হবে।
এ ছাড়া আগামী ৭ বছরে ভারতে যতগুলো বৈশ্বিক টুর্নামেন্ট হওয়ার কথা, বিসিসিআইকে সেসব টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করতে হবে বলে শর্ত দিয়েছে পিসিবি। ২০২৫ থেকে ২০৩১্তএই ৭ বছরে ভারতে ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ টিুটোয়েন্টি বিশ্বকাপ, ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ। এই চার টুর্নামেন্ট খেলতে পাকিস্তান দল ভারতে যাবে না। রাজনৈতিক বৈরিতায় ২০০৮ সালের পর পাকিস্তান সফরে যায়নি ভারত ক্রিকেট দল। এর আগে ২০২৩ সালে এশিয়া কাপের আয়োজকও ছিল পাকিস্তান। ভারত যেতে না চাওয়ায় সেবারও হাইব্রিড মডেলে আয়জন করা হয় টুর্নামেন্টটি। ভারত নিজেদের সব ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কায়। তবে এসব নিয়ে কোনো কথা বলতে রাজি হননি চেয়ারম্যান মহসিন নাকভি। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে পাকিস্তান রাজি কি না্তএমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে, যেন দুই দেশই জেতে। আমরাও জিতি, ভারতও জেতে। আমরা শুধু দেখব কোনো কিছু যেন একতরফাভাবে না হয়। ক্রিকেটের ভালোর জন্য যেটা করতে হয়, সেটাই করব। এমন যেন না হয় যে ভারত আমাদের দেশে কখনোই খেলতে আসবে না আর আমরা বারবার ভারতে যাব।’ আগামী বছর ১৯শে ফেব্রুয়ারি থেকে ৯ই মার্চ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা। ভারত ও পাকিস্তান ছাড়া টুর্নামেন্টের অন্য ছয় দল বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।