ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

প্রবাস

প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা

ড. ইউনূসের সঙ্গে দেখা করবে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ

আব্দুল মোমিত (রোমেল) ফ্রান্স থেকে

(১ মাস আগে) ১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫১ অপরাহ্ন

প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ-এর একটি প্রতিনিধি দল। আগামী ৫ই ডিসেম্বর বিকাল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ করবে দলটি।

সংগঠনটির চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী প্রফেসর ড. হাসানাত এম হুসেন এম বি ই মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের জন্য কৌশলগত সহায়তা প্রণয়নের বিষয়ে আলোচনা করবেন। এর মধ্যে স্বাস্থ্য, আবাসন, শিক্ষা, অর্থ, বিচার বিভাগ, স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক বিষয়গুলোর মতো গুরুত্বপূর্ণ দিকগুলোর সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে।

প্রতিনিধি দলে যারা থাকবেন তারা হলেন, জুডিশিয়ারি বিষয়ে যুক্তরাজ্য থেকে ট্রাইব্যুনাল জজ ব্যারিস্টার নজরুল খসরু ও ব্যারিস্টার জামির টিম। কেমব্রিজের ডা. সাহালী, কানাডা থেকে ডা. রিফাত মোর্শেদ, কনসালটেন্ট ও ডা. আহসান হাফিজের পক্ষে কনসালটেন্ট সারওয়াত বারী স্বাস্থ্য বিষয়ে উপস্থাপন করবেন।

শিক্ষাক্ষেত্রে আমেরিকা থেকে ড. শওকত আলী, অ্যাডিলেড থেকে ড. মাহফুজ আজিজ, যুক্তরাজ্য থেকে মাওলানা আব্দুল কাদের সালেহ, মাওলানা এ কে মওদুদ হাসান, ড. হুমায়ের চৌধুরী। যুক্তরাজ্য থেকে সাংবাদিক ও কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী দেশটির প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও ইস্যুতে নেতৃত্ব দেবেন। কানাডা থেকে শাহেদ খন্দকার টুকু কানাডার এনআরবি ইস্যুতে নেতৃত্ব দেবেন। ফোরেন অ্যাফেয়ার্সের নেতৃত্ব দেবেন  যুক্তরাজ্য থেকে মাহিদুর রহমান এবং আমেরিকা থেকে সারাফত হোসেন বাবু। স্থানীয় সরকার বিষয়ে পরিকল্পনা উপস্থাপন করবেন যুক্তরাজ্য থেকে কাউন্সিলর অহিদ আহমেদ । 

কানাডার নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের প্রকৌশলী শেখ শওকত হোসেন পাওয়ার প্ল্যান্টের ওপর বিস্তারিত উপস্থাপনা করবেন। ওয়াটার ম্যানেজমেন্ট ও ভূগোল বিষয়ে ঢাকার মিসেস দিলরুবা আজিজ বিস্তারিত উপস্থাপনা করবেন। প্রবাসী বিনিয়োগ সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করবেন মালয়েশিয়া থেকে অংশগ্রহণকারী মাহবুব শাহ। তাকে সহযোগিতা করবেন দুবাই থেকে মহিউদ্দিন, ঢাকার আরহাম কিবরিয়া ও যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী আতাহির খান। আইটি বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করবেন আমেরিকার ওয়াশিংটন ডিসির আইটি বিশেষজ্ঞ জিয়া উদ্দিন আহমদ। তাকে সহযোগিতা করবেন ওয়াশিংটনের জাহাঙ্গীর কবির, গ্রীসের জাহিদ ইসলাম ও কুয়েতর ফয়সল আহমদ। 

মানবাধিকার ইস্যুর ওপর উপস্থাপনা করবেন যুক্তরাজ্যে প্রবাসী সাংবাদিক সুরমা পত্রিকার সম্পাদক শামসুল আলম লিটন। এছাড়া সংবাদ কাভারের করার জন্য থাকবেন মিলেনিয়াম অনলাইন টিভির সিইও সাংবাদিক নুর মুহাম্মদ তফাদার ও এনটিভি ইউরোপের সাংবাদিক সারওয়ার হোসেন।

এছাড়া প্রধান ‍উপদেষ্টার কাছে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ-এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হবে। সেখানে বিভিন্ন দাবি জানাবেন তারা।

এর মধ্যে রয়েছে সিলেটের ওসমানী বিমানবন্দরকে অনতিবিলম্বে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর এবং বিমানবন্দর থেকে কাতার, সৌদি ও আমিরাতসহ অন্যান্য এয়ারলাইনের ফ্লাইট চালু; লন্ডন-সিলেট রুটে বাংলাদেশ বিমানের ভাড়া হ্রাস, ভাড়ার ক্ষেত্রে সিলেট ও ঢাকার বৈষম্য দূরীকরণ; বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধ ও ওসমানী বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ চালু; বাংলাদেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ, ওয়ান স্টপ চালু ও বিনিয়োগের নিরাপত্তা বিধান নিশ্চিত করা; প্রবাসীদের জায়গা সম্পত্তি ভূমি খেকোদের হাত থেকে উদ্ধারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল করা; দূতাবাস নিরপেক্ষ ও প্রবাসীবান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ; রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীরা বিদেশে মারা গেলে বিনা ভাড়ায় লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা ও প্রবাসীদের নাম হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

প্রবাস সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন/ আবারো খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status