ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

শেষের পাতা

চিন্ময়ের আইনি অধিকার অক্ষুণ্ন রাখার দাবি জানালো ভারত

বিশেষ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৪, শনিবার

ভারতের একের পর এক বিবৃতির কড়া প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে ফের বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল উদ্বেগ জানানোর পাশাপাশি বলেছেন, আশা করবো বাংলাদেশের সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে। সেইসঙ্গে জয়সওয়াল সংবাদ সম্মেলনে  বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাশকে গ্রেপ্তার প্রসঙ্গে বলেন, আশা করবো চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগের স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচার হবে। তার আইনি অধিকার অক্ষুণ্ন থাকবে। তবে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ বাণিজ্য বন্ধ হবে না। এদিকে বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ সংসদে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের বিভিন্ন হিন্দু মন্দির এবং বিগ্রহের উপর হামলা এবং ভাঙচুরের রিপোর্ট আসছে। ভারত সরকার এই ধরনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। তার মধ্যে রয়েছে- এই বছরের দুর্গাপুজো চলাকালীন ঢাকার তাঁতীবাজারের মণ্ডপে আক্রমণ, সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে চুরির মতো ঘটনা। বাংলাদেশ সরকারকে ভারত বলতে চায়, তারা সে দেশে বসবাসকারী হিন্দু এবং সমস্ত সংখ্যালঘু মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক। এ বার সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ফের উদ্বেগ জানালো পররাষ্ট্র মন্ত্রক।

 

পাঠকের মতামত

তোমরা ভারতে বসে বাংলাদেশ নিয়ে এতো প্যাচাল করার কি দরকার। আমরা তো বাংলাদেশের মানুষ সবাই একতাবদ্ধ আছি শুধু গুটিকয়েক ফ্যাসিস্ট লোক ছাড়া।

Mozammel
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:৪৪ পূর্বাহ্ন

চিন্ময় দাস বাংলাদেশের নাগরিক । অতএব বিচারের বিষয়ে ভারতের নাক গলানো উচিত নয়। ইহা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ।

Md. Jahirul Islam
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ১০:৫১ পূর্বাহ্ন

ভারতের মুসলিমসহ বিভিন্ন ধর্মের লোকজনের নিরাপত্তা নিশ্চিত করুন। মসজিদের পবিত্রতা রক্ষা করুন। Oil your own machine.

ইরফান
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ৮:৩৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক অংগনে ভারত একটি সন্ত্রাসী রাস্ট্র যে কিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে ইসকনকে ব্যবহার করছে। সম্ভবতঃ ভারতের এখন হিসাব চুকানোর সময় এসেছে।

Ahmad Zafar
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ৮:২৩ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status