অনলাইন
শাপলা চত্বরে ‘গণহত্যা’
হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হেফাজতের
স্টাফ রিপোর্টার
(৫ মাস আগে) ২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৪ পূর্বাহ্ন

শেখ হাসিনা।
রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ‘গণহত্যার’ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয়া হয়েছে।
মঙ্গলবার হেফাজত ইসলামের ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিব ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কাছে এ অভিযোগ জমা দেন।
পরে হেফাজত ইসলামের নেতারা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই গণহত্যার বিচার তো হয়নি, বরং তাদের সংগঠনের অনেক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে।
এখন অন্তবর্তী সরকার এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করবে বলে আশা করছেন তারা।
এ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউটররা জানান, হেফাজতের সামবেশে র্যাব ও পুলিশের হত্যাযজ্ঞের ঘটনা ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩’- এর গণহত্যার মধ্যে পড়ে।
উল্লেখ্য, ব্লগারদের শাস্তির দাবিতে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে সমাবেশ ডাকে সংগঠনটি। সেই সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা আর তাণ্ডব চলে। পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে মতিঝিল থেকে তাদের সরিয়ে দেয়।
পাঠকের মতামত
গুম, খুন, গণহত্যা এবং টাকা পাচারের জন্য হাসিনা গংদের ফাঁসির দাবি জানাচ্ছি। বিশেষ করে হেফাজতের গণহত্যা, ২০২৪ শে ছাত্র জনতার গণহত্যার জন্য তাদের অবশ্যই বিচারের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করতে হবে। নইলে বাংলাদেশ কলঙ্কমুক্ত হবে না।
হেফাজতের সাথে হাসিনা যে অন্যায় করেছে, তার বিচার হলে, রাস্ট্রে ন্যায় প্রতিস্ঠা পাবে ।
সঠিক হয়েছে।
হেফাজত নব্য রাজাকার।।।।।।।।।২০২৪...